WBCS Form Fill Up 2025: WBCS পরীক্ষার অনলাইন আবেদন পদ্ধতি ও শেষ তারিখ কবে দেখুন?

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ দুই বছর পর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর তরফ থেকে অবশেষে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষার ফরম পূরণ। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। কমিশনের প্রকাশিত নতুন নোটিশে আবেদন সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন— কিভাবে WBCS পরীক্ষার ফর্ম ফিলআপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, কত আবেদন ফি লাগবে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, কোন পদে কত টাকা মাসিক বেতন, আবেদনের যোগ্যতা এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি। সম্পূর্ণ তথ্য ও নোটিফিকেশন ডাউনলোড লিংক থেকে শুরু করে আবেদন লিংক দেওয়া হলো নিচে।

Group A

পদের নামঃ- West Bengal Civil Service (Executive)

বেতনঃ- 56 হাজার 100 থেকে 1 লক্ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Assistant Commissioner of Revenue in the integrated West Bengal Revenue Service

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Co-operative Service:

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Labour Service

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Food and Supplies Service

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Employment Service [Except the post of Employment Officer (Technical)]

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

Group – B

পদের নামঃ- West Bengal Police Service

বেতনঃ- 56 হাজার 100 টাকা থেকে 1 লক্ষ 44 হাজার 300 টাকা। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

Group – C

পদের নামঃ- Superintendent, District Correctional Home / Deputy Superintendent, Central Correctional Home

বেতনঃ- 42 হাজার 600 টাকা থেকে 1 লক্ষ 9 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Joint Block Development Officer

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Junior Social Welfare Service

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- West Bengal Subordinate Land Revenue Service, Grade-I

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Assistant Commercial Tax Officer

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Registrar(District Consumer Disputes Redressal Commission)/Joint Registrar (West Bengal State Consumer Disputes Redressal Commission) under the Consumer Affairs Department, Government of West Bengal)

বেতনঃ- 39 হাজার 900 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 লক্ষ 2 হাজার 800 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Assistant Canal Revenue Officer (Irrigation)

বেতনঃ- 35 হাজার 800 টাকা থেকে শুরু করে 92 হাজার 100 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Chief Controller of Correctional Services

বেতনঃ- 35 হাজার 800 টাকা থেকে সর্বোচ্চ 92 হাজার 100 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

Group – D

পদের নামঃ- Inspector of Co-operative Societies

বেতনঃ- 32 হাজার 100 টাকা থেকে শুরু করে 82 হাজার 900 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Panchayat Development Officer under the Panchayat and Rural Development Department

32 হাজার 100 টাকা থেকে শুরু করে 82 হাজার 900 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

পদের নামঃ- Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department

32 হাজার 100 টাকা থেকে শুরু করে 82 হাজার 900 টাকা পর্যন্ত। এর সাথে DA + Medical Allowance + HRA যোগ হবে।

আবেদনের জন্য যোগতা (WBCS Eligibility):– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে (যাদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়)। প্রার্থীকে অবশ্যই আবেদন করার শেষ তারিখের আগেই যোগ্যতা পূর্ণ হতে হবে।

বয়সের মানদণ্ড (WBCS Age Eligibility): আবেদন করার জন্য কমপক্ষে 21 বছর বয়স থাকতে হবে ও সর্বোচ্চ 36 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন ফিঃ সাধারণ (General) ও OBC প্রার্থীদের 210 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। অপরদিকে West Bengal-এর SC/ST প্রার্থী ও যারা শারীরিক অক্ষমতা 40% বা তার বেশি, তাদের আবেদন ফি লাগবে না।

ডকুমেন্টসঃ– আবেদন করার সময় দরকার পরবে – (যেকোনো ১টি)
(i) Madhyamik or equivalent certificate bearing photograph,
(ii) Passport,
(iii) PAN Card,
(iv) EPIC (Voter Identity Card),
(v) Driving Licence অথবা
(vi) any other ID proof issued by the State or Central Government.

এছাড়াও পাসপোর্ট সাইজের কালার ফটো ও সিগনেচার আবেদনকারীর।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য www.psc.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে। আগে থেকে পাবলিক সার্ভিস কমিশনের পোর্টালে রেজিস্ট্রেশন করা থাকলে সেই আইডি দিয়ে লগইন করেও আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ (WBCS Form Fill Up Last Date 2025): আবেদন শুরু হয়েছে 18 নভেম্বর, আবেদন চলবে 9 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এরপর ভুল সংশোধনের জন্য আবেদনকারীরা সময় পাবেন 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত।

WBCS Online Apply Link:- Click Now

WBCS Notification 2025 Download Link:- Download

Related News