পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত দ্বিতীয় এসএলএসটি (SLST-AT), ২০২৫। স্কুল সার্ভিস কমিশনের তরফে ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই ধাপে এই পরীক্ষা নেওয়া হবে ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর।
স্কুল শিক্ষা দপ্তরের অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত হয়েছে পরীক্ষার দিনক্ষণ। প্রথম ধাপে, ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নবম ও দশম শ্রেণির (Class IX-X) জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা। দ্বিতীয় ধাপে, ১৪ সেপ্টেম্বর হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির (Class XI-XII) শিক্ষক নিয়োগের পরীক্ষা। দু’টি পরীক্ষাই শুরু হবে দুপুর ১২টা থেকে এবং চলবে ১ ঘণ্টা ৩০ মিনিট। তবে দৃষ্টিহীন (VH) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিটের সময় বরাদ্দ থাকবে।
কমিশনের সূত্র অনুযায়ী, চলতি বছরের এসএলএসটি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শেষ হয়েছে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। এবার আবেদনকারীর সংখ্যা ছুঁয়েছে প্রায় ৫.৮৩ লক্ষ, যা ২০১৬ সালের তুলনায় প্রায় ২.৩০ লক্ষ বেশি। নবম-দশম স্তরে আবেদন করেছেন প্রায় ৩.৩০ লক্ষ প্রার্থী, আর একাদশ-দ্বাদশ স্তরের জন্য আবেদন করেছেন ২.৫৪ লক্ষ জন।
কমিশন ইতিমধ্যেই ‘যোগ্য’ প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করেছে, যেখানে ১৩,৭০০ জন আবেদনকারী রয়েছেন। যদিও মোট ‘যোগ্য’ তালিকাভুক্ত সংখ্যা ছিল ১৫,৪০৩ জন, অর্থাৎ প্রায় ১১% প্রার্থী নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেননি। অন্যদিকে, ৮৯% ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাই এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানানো হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তার ব্যবস্থা কেমন হবে, তা ঠিক করতে শীঘ্রই বৈঠক ডাকা হবে।
