পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ ভোটার সংশোধন কর্মসূচি (SIR)। যে সকল ব্যক্তির (ভোটারের) নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে – তাদের জন্য রয়েছে বড় সুবিধা! আপনার বা আপনার বাবা/মা – যেকোনো একজনের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকলে, ভোটারবিশেষ সংশোধনের সময় অর্থাৎ SIR -এ আর কোনো অতিরিক্ত নথি (Document) জমা দিতে হবে না।
তাহলে দেখে নিন আপনার জেলার নাম অনুযায়ী ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ী এবং বিধানসভা অনুযায়ী ২০০২ সালের ভোটার লিস্ট। বিহারে যেমন ২০০৩ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চলত, তেমনই এবার পশ্চিমবঙ্গে ২০০২ সালের ভোটার তালিকাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত করা শুরু করেছে।
🔴 কেন ২০০২ সালের ভোটার লিস্ট গুরুত্বপূর্ণ?
নির্বাচন কমিশনের নতুন নির্দেশ অনুযায়ী –
যেসব ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকবে,তাদের আর নির্ধারিত নথি দেখাতে বা জমা করতে হবে না। বিহারের শেষ ভোটার সংশোধন কর্মসূচি হয়েছে ২০০৩ সালে,সেই ভিত্তিতে রাজ্যে (West Bengal) শেষ ভোটার সংশোধন কর্মসূচি (SIR) হয়েছে ২০০২ সালে।
🗞️ ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?
পশ্চিমবঙ্গের পুরাতন ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করা খুবই সহজ। আজকের প্রতিবেদনে জেলা ভিত্তিক ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, এই প্রতিবেদনের মধ্যে যেখান থেকে সহজেই CEO West এর তরফ থেকে প্রকাশিত অফিসিয়াল ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি গিয়েও ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। নিচের লিংকে ক্লিক করুন 2002 Voter List Download করে নিন ঝটপট।
📌 বর্তমানে কী পরিস্থিতি SIR এর ?
পশ্চিমবঙ্গে এখনও কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। তবে নির্বাচন কমিশন যে কোনো সময় বিশেষ সংশোধন কর্মসূচির (SIR) তারিখ ঘোষণা করতে পারে। তাই আগেভাগেই প্রয়োজনীয় নথি ও তথ্য তৈরি করে রাখা উচিত। যে সকল ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকবে না, তাদের ১১ টি নথির মধ্যে একটি নথি জমা করতে হবে। তবে পশ্চিমবঙ্গের জন্য নথি বাড়ানো হতে পারে কিনা, তা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই আরও বিস্তারিত জানা যাবে।
📥 কিভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার তালিকা?
১) ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম CEO West Bengal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচে আপনাদের সুবিধার্থে সরাসরি ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
২) এরপর আপনাকে Electoral Roll of SIR 2002 এই লেখার উপরে ক্লিক করতে হবে।
৩) পরবর্তী পেজে আপনার জেলা বেছে নিন,এরপর বিধানসভা বেছে নিন।
৪) এরপর দেখে নিন ২০০২ সালে কোন ভোট কেন্দ্র ভোট দিয়েছেন, তার পাশে থাকা Final Roll এ ক্লিক করুন।
৫) আপনার সামনে 2002 Saler Voter List Download হয়ে যাবে, এখন নাম খুঁজে নিন।
West Bengal 2002 Voter List Download Link:- Download
📌 জেলা ভিত্তিক ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড সরাসরি লিংক,দেখুন?
1. আলিপুরদুয়ার (2002 Alipurduar Voter List): Download
2. বাঁকুড়া (2002 Bankura Voter List): Download
3. বীরভূম (2002 Birbhum Voter List): Download
4. কোচবিহার (2002 Cooch Behar Voter List): Download
5. দক্ষিণ ২৪ পরগনা (2002 Dakshin 24 Parganas Voter List): Download
6. দার্জিলিং (2002 Darjeeling Voter List): Download
7. হুগলি (2002 Hooghly Voter List): Download
8. হাওড়া (2002 Howrah Voter List): Download
9. জলপাইগুড়ি (2002 Jalpaiguri Voter List): Download
10. ঝাড়গ্রাম (2002 Jhargram Voter List): Download
11. কলকাতা (2002 Kolkata Voter List): Download
12. মালদা (2002 Malda Voter List): Download
13. মুর্শিদাবাদ (2002 Murshidabad Voter List): Download
14. নদিয়া (2002 Nadia Voter List): Download
15. উত্তর ২৪ পরগনা (2002 North 24 Parganas Voter List): Download
16. উত্তর দিনাজপুর (2002 Uttar Dinajpur Voter List): Download
17. পশ্চিম বর্ধমান (2002 Paschim Bardhaman Voter List): Download
18. পশ্চিম মেদিনীপুর (2002 Paschim Medinipur Voter List): Download
19. পুরুলিয়া (2002 Purulia Voter List): Download
20. পূর্ব বর্ধমান (2002 Purba Bardhaman Voter List): Download
21. পূর্ব মেদিনীপুর (2002 Purba Medinipur Voter List): Download
22. দক্ষিণ দিনাজপুর (2002 Dakshin Dinajpur Voter List): Download
23. কালিম্পং (2002 Kalimpong Voter List) : Download