পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) অফিসিয়াল পোর্টালে ইতিমধ্যেই প্রকাশিত হলো ২০০২ সালের পুরনো ভোটার তালিকা। তাহলে এবার পশ্চিমবঙ্গেও কি বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন! জেলা ভিত্তিক শতাধিক বিধানসভার ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত হলো।
কিভাবে ডাউনলোড করবেন ২০০২ সালের ভোটার লিস্ট, তা বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদনে। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে পাওয়া যাবে বিশেষ সুবিধা। পশ্চিমবঙ্গে শেষবার ২০০২ সালে এসআইআর (SIR) হয়েছিল। ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলে কি কি সুবিধা মিলবে –
১) ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে, তাঁদের অতিরিক্ত (জন্মের/বসবাসের) ডকুমেন্টস জমা করতে হবে না।
২) ২০০২ সালের ভোটার তালিকায় যাদের অভিভাবকদের নাম রয়েছে, তাঁদেরও অতিরিক্ত বাবা/মায়ের অর্থাৎ সেই অভিভাবকদের ডকুমেন্টস দিতে হবে না।
দেখে নেওয়া যাক, কিভাবে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download) করবেন। তার আগে অবশ্যই এটা জানা জরুরি যে, এসআইআর (SIR) এর মাধ্যমে নির্বাচন কমিশন ভুয়ো ভোটারদের নাম বাতিল করবেন। ২০০২ ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি –
2002 Voter List Download / West Bengal 2002 Voter List Download
১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে থাকা Electoral Roll of SIR 2002 – এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জেলা সিলেক্ট করুন, তবে এই মুহূর্তে ১১টি জেলা উল্লেখ রয়েছে। কিছুক্ষন পরপর ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিন, আপনার জেলা চলে আসলে, তা সিলেক্ট করুন।

৪) পরবর্তী পেজে আপনার বিধানসভা সিলেক্ট করুন। আপনার ভোটার কার্ডের পিছনে বিধানসভা নাম দেখতে পারবেন, যদি জানা না থাকে – তা দেখে নিয়ে সিলেক্ট করুন।
৫) এরপর পরবর্তী পেজে ভোটগ্রহণ কেন্দ্র খুঁজে নিন, এরপর ভোট কেন্দ্রের পাশে থাকা Final Roll এ ক্লিক করুন।
৬) ২০০২ সালের Voter List Download হয়ে যাবে, এখন ভালো ভাবে খুঁজে নিন – আপনার ও আপনার এলাকার বাকি মানুষদের নাম।
West Bengal 2002 Voter List Download Direct Link:- Download
CEO West Bengal Website Link:- Click