২০২৬ ভোটের আগে মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষণা, চালু করলো নতুন প্রকল্প। আজ নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম “আমার পাড়ায় আমার সমাধান”। এই প্রোগ্রামের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মোট খরচ হবে, প্রায় ৮ হাজার কোটি টাকার উপরে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের পাড়া, আমাদের সমাধান – এই সরকারি প্রকল্প চালু হচ্ছে, আগামী ২ রা আগস্ট থেকে। আজ নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে এই প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে বলতে গিয়ে বলেন, “আমাদের সরকারের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশগ্রহণ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমাদের পাড়া, আমাদের সমাধান – সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে। তিনি আরও জানান, এখানে মানুষ নিজেদের বুথে, গ্রামের ছোটো ছোটো সমস্যা যেসসব থাকে অফিসারদের জানবে এবং আধিকারিকেরা তা শুনবে। আমাদের পাড়া ও আমাদের সমাধান কর্মসূচি তিনটি বুথ নিয়ে একটি করে সেন্টার হবে।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মাধ্যমে, গ্রামে মানুষেরা তাদের সমস্যার কথা জানবে। এরপর আধিকারিকেরা তা যাচাই করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। যদি কোথাও কল লাগে, কোথাও ছোটো রাস্তা ঠিক করা দরকার, কোথায়ও বিদ্যালয় ভেঙ্গে গেছে ইত্যাদি ছোটো ছোটো সমস্যা গুলো সমাধান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। সমস্ত কাজ হবে স্বচ্ছতা বজায় রেখে, বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।