West Bengal Budget 2025: রাজ্য বাজেটে স্বাস্থ্যে কত টাকা বরাদ্দ দেখে নিন একনজরে!

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

Bengal Budget 2025: কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় বাজেট, এবার পেশ হলো এরাজ্যের বাজেট

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ, ১২ ফেব্রুয়ারি, পশ্চিমবঙ্গের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের নানা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

তবে স্বাস্থ্যে বরাদ্দ ২১ হাজার ৩৫৫ কোটি টাকা। বিগত সব বাজেটেই বড় চমক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আগ্রহে এবং অভিযোগে বাংলার ‘স্বাস্থ্যসাথী’ বহুচর্চিত প্রকল্প যার মাধ্যমে এখন‌ও পর্যন্ত পশ্চিমবঙ্গে ২ কোটি ৪৫ লাখ প্রতিবারের ৮ কোটি ৫১ লাখ লোক অন্তভূক্ত। শুরুতে এই প্রকল্পে ৮৫ লাখ লোক পরিশেষা নিয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী এও বলেছেন এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৬ হাজারের বেশি রোগী পরিষেবা পেয়েছে।

রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, হসপিটাল, হোস্টেলে ও স্বাস্থ্য সংস্থার পেশায় যুক্ত মহিলাদের জন্য যারা রাতে কাজ করছেন তাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য চালু করেছেন ‘রাত্তি‌রের সাথী হেল্পারস‌ অব দি নাইট’ নামক প্রকল্প।

এই বরাদ্দে এটাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, টাটা মোমোরিয়াল হসপিটাল, মুম্বাইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে IPGMER কলকাতায় ও শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে ২ টি আধুনিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজকর্ম শুরু করেছে।

https://twitter.com/egiye_bangla/status/1889643975293730826?s=08
https://twitter.com/egiye_bangla/status/1889643975293730826?s=08