WB Group D & Group C Last Date 2025: গ্রুপ ডি ও গ্রুপ সি পদে আবেদনের শেষ তারিখ কতদিন বাড়লো দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডি (Group D) ও গ্রুপ সি (Group C) পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে চাকরি করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের WBSSC এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ছিলো আগামী ৩রা ডিসেম্বর। তবে আজকে নোটিশ দিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই তারিখ বৃদ্ধি করে দেওয়া হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নন টিচিং স্টাফ পদে আবেদনের শেষ তারিখ ৩ তারিখ থেকে বাড়িয়ে ৮ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করেছেন। কেন স্কুল সার্ভিস কমিশন আবেদনের শেষ তারিখ বৃদ্ধি করলো? নোটিশে জানানো হয়েছে, অনেক আবেদনকারী নন টিচিং স্টাফ এর অধীনে ক্লার্ক ও গ্রুপ D পদে আবেদন করার সময় আমাদের পোর্টালে প্রবেশে কিছু প্রযুক্তিগত সমস্যা ও সার্ভার সমস্যা সম্মুখীন হয়েছেন। আর এমন পরিস্থিতির কারণেই গ্রুপ ডি ও গ্রুপ সি পদে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৮ই ডিসেম্বর ২০২৫, বিকেল ৫.৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। তবে, অনলাইন ফি পরিশোধের শেষ তারিখ ৮ই ডিসেম্বর ২০২৫, রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত থাকবে।

স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ ডি পদে ৫৪৮৯ টি পদে নিয়োগ করা হচ্ছে। আর অপরদিকে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে ২৯৮৯ টি পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়া কমিশনের তরফ থেকে নোটি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার সিলেবাস। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে মোট ৬০ নম্বরের উপর লিখিত পরীক্ষা হবে। অপরদিকে গ্রুপ ডি পরীক্ষা হবে ৪০ নম্বরের উপর।

গ্রুপ ডি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ। অপরদিকে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ। একজন প্রার্থী দুটো পদেই আবেদন করতে পারেন যদি যোগ্যতার মানদন্ড সম্পন্ন করে থাকেন। এছাড়াও আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ বছর বয়স থেকে ৪০ বছর বয়সের মধ্যে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।