অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ রাজ্যে | West Bengal Group D Recruitment 2021. West Bengal Group C Recruitment 2021
চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে যোগ্য ও ইচ্ছুক ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন।এখানে বিভিন্ন শূন্যপদে গ্রুপ-ডি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– কাউন্সিলর
শূন্যপদঃ– ১ টি(মহিলাদের জন্য)
বয়সঃ– আবেদন কারীর বয়স থাকতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ– ১৯ হাজার ২৫০ টাকা।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি অথবা সোশাল ওয়ার্ক অথবা সোশাল সায়েন্স স্নাতকোত্তর। কম্পিউটার অপারেশনে দক্ষতা ও ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিশু কল্যান দপ্তর বিভাগে কাজ করার।
পদের নামঃ– চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা কেস ওয়ার্কার কিংবা প্রবেশন অফিসার।
শূন্যপদঃ– ১ টি( মহিলাদের জন্য)
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স লাগবে।
বেতনঃ– ১৯২৫০ টাকা করে বেতন প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতাঃ– স্বীকৃতি প্রাপ্ত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি অথবা সোশাল ওয়ার্ক কিংবা সোশাল সায়েন্সে স্নাতক থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অপারেশন ও শিশু মনস্তত্ত্ব নিয়ে কমপক্ষে ৩ বছরের কাজ করার দক্ষতা থাকতে হবে।
পদের নামঃ- ম্যানেজার অথবা কো-অর্ডিনেটর
শূন্যপদঃ– ১ টি( মহিলাদের জন্য)
বয়সঃ– এই পদে আবেদন করতে গেলে বয়স থাকতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ-১৯২৫০ টাকা করে প্রতি মাসে এই পদে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ– এই পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সাইকোলজি অথবা সোশাল ওয়ার্কে স্নাতক থাকতে হবে।পাশাপাশি কম্পিউটার অপারেশনে ডিপ্লোমা ও ১ বছরের কাজ করার অভিজ্ঞতা।
পদের নামঃ– সোশাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ড হুড এডুকেটর।
শূন্যপদঃ– ১ টি (মহিলাদের জন্য)।
বয়সঃ– বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ-১৫৪০০ টাকা প্রতি মাসে বেতন এই পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি অথবা সোশাল ওয়ার্কে স্নাতক থাকতে হবে।ইংরেজিতে কথা বলার দক্ষতা ও কম্পিউটার অপারেশনে জ্ঞান।
পদের নামঃ– নার্স
শূন্যপদঃ– ১ টি (মহিলাদের জন্য)
বয়সঃ-বয়স থাকতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ– ১২ হাজার টাকা প্রতি মাসে।
শিক্ষাগত যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ থাকতে হবে এই পদে আবেদন করতে চাইল। নার্সিং এ ডিপ্লোমা লাগবে কিংবা GNM কোর্স করা থাকলে আবেদন করতে হবে।
পদের নামঃ– আয়া
শূন্যপদঃ– ৬ টি (মহিলাদের জন্য)SC-01,ST-01,OBC(A)-01,UR-02,UR(EC)-02.
বয়সঃ– ২১ থেকে ৫০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
বেতনঃ-১২ হাজার টাকা মাসে।
শিক্ষাগত যোগ্যতাঃ– এই পদে আবেদন করতে চাইল ১২ হাজার টাকা মাস থাকতে হবে।সমগোত্রীয় বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নামঃ– চৌকিদার
শূন্যপদঃ– ১টি (পুরুষদের জন্য)
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে লাগবে বয়স এই পদে আবেদন করতে চাইলে।
বেতনঃ-১২ হাজার টাকা মাসে।
শিক্ষাগত যোগ্যতাঃ– অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করা যাবে।
সমস্ত পদের জন্য বয়স হিসাব করা হবে ০১/০১/২০২১ অনুযায়ী।
আবেদন পদ্ধতিঃ– আয়া পদ ও চৌকিদার পদ ছাড়া বাকি সমস্ত পদে আবেদন করতে হবে অফলাইনে।আয়া ও চৌকিদার পদে আবেদন করতে হবে জিমেইলের মাধ্যমে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– District Social Welfare Officer, Office Of The District Magistrate, Social Welfare Section, Sub Station Building, Near Hawkers’ Market, Purba Bardaman-713101.
আয়া ও চৌকিদার পদে আবেদনের জিমেইল আইডিঃ– rrecruitmentsw@gmail.com
আবেদনের শেষ তারিখঃ- ১৬/০৭/২০২১।
আবেদনের সাথে যে সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবেঃ-
১) আবেদন ফর্ম ফিলাপ করে পাঠাতে হবে (আয়া ও চৌকিদার পদের জন্য)
২)পাসপোর্ট কালার সাইজের ফটো।
৩)ভোটার কার্ড/রেশন কার্ড / আধার কার্ড।
৪) বয়সের প্রমান পত্র।
৫) আয়া পদের ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে(SC/ST/OBC)
৭) চৌকিদার পদের জন্য অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট লাগবে।