রাজ্যে আরও গ্রুপ ডি ও গ্রুপ সি পদে সরকারি চাকরির নোটিশ

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের জেলা শাসক দপ্তর। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ইচ্ছুক ছেলে ও মেয়ে প্রার্থীরা গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি পাশে,মাধ্যমিক পাশে,উচ্চ মাধ্যমিক পাশে এই পদগুলোতে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি থেকে শুরু করে বেতন ডকুমেন্টস বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– গ্রুপ ডি

বেতনঃ– প্রতি মাসে দেওয়া হবে ১২ হাজার টাকা করে।

যোগ্যতাঃ– অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করা যাবে। সাথে হিন্দি ও বাংলা ভাষা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকলেও আবেদন করা যাবে।বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ অনুয়ায়ী।

শূন্যপদঃ– ১টি।

পদের নামঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক।

বেতনঃ– এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা করে।

যোগ্যতাঃ– মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার জানা থাকতে হবে ও বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা পড়া-লেখা-বলতে জানতে হবে।

বয়সঃ– বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ০১/০১/২০২২ অনুযায়ী বয়স হিসাব করা হবে।

শূন্যপদঃ– ১টি।

পদের নামঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক – বেঞ্চ ক্লার্ক

বেতনঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক – বেঞ্চ ক্লার্ক পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৩ হাজার ৫০০ টাকা করে।

যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আবেদন করা যাবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে ও বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা লেখা -পড়া-বলতে জানতে হবে।

শূন্যপদঃ– ১টি।

বয়সঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক – বেঞ্চ ক্লার্ক পদে আবেদন করতে গেলে কমপক্ষে ২১ বছর থাকতে হবে ও উপরে ৪০ বছর থাকলে আবেদন করা যাবে। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ অনুয়ায়ী।

পদের নামঃ– কাউন্সিলর

যোগ্যতাঃ– এই পদে আবেদন করতে গেলে প্রার্থীকে ফিজিওলজিতে গ্রাজুয়েট থাকতে হবে। সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে ও বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষা লেখা, পড়া,বলার দক্ষতা থাকতে হবে।

বেতনঃ– এই পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩ হাজার ৫০০ টাকা করে।

বয়সঃ– ইচ্ছুক প্রার্থীর বয়স থাকতে হবে নিম্নে ২১ বছর আর উপরে ৪০ বছর। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ অনুযায়ী।

শূন্যপদঃ– ১টি।

আবেদন পদ্ধতিঃ– উপরে উল্লেখিত পদগুলোতে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন ফর্মটি নিচে দেওয়া রয়েছে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন ফর্মের সাথে উল্লেখিত নথিপত্র গুলো জেরক্স করে একসাথে করে একটি মুখবন্ধ খামে ভরিয়ে পাঠিয়ে দিতে হবে। আবেদন ফর্মটি অফিসের ড্রপবক্সে গিয়েও জমা করা যাবে কিংবা রেজিস্ট্রার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে জমা করা যাবে। খামের উপর বড় অক্ষরে লিখতে হবে – Application For The Post Of……. ( যে পদে আবেদন করতে চান, তার নাম)

ডকুমেন্টসঃ– উপরের পদগুলো আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস জমা করতে হবে…

১) মাধ্যমিক এডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র।

২) শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র।

৩) ২ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো।

৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)

৫) কাজে পূর্ব অভিজ্ঞতা সার্টিফিকেট ( যদি থাকে)

৬) আধার কার্ড বা ভোটার কার্ড কিংবা রেশন কার্ড।

৭) কম্পিউটার সার্টিফিকেট (যদি থাকে)

আবেদন ফর্ম পাঠানোর ঠিকানাঃ– the District Child Protection Unit, Treasury Building (Ground Floor), Office of the District Magistrate, Jhargram

Official Website Link:- Check

Notification Link:- Download

Application Form Link:- Download

আবেদনের শেষ তারিখঃ– আবেদন শুরু হয়েছে ২৭/০৬/২০২২ তারিখ থেকে আর চলবে ১৫/০৭/২০২২ তারিখ পর্যন্ত।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author