প্রকল্প

নতুন বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম লাগু,দেখুন কি কি? অনেকের নাম বাতিল হবে,কাদের দেখুন?

নতুন বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন নিয়ম লাগু হচ্ছে, যার ফলে অনেকের নাম বাতিল হতে পারে! দেখুন কাদের কাদের নাম বাতিল হবে লক্ষ্মীর ভান্ডার থেকে?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড়ো আপডেট উঠে আসলো। নতুন বছর থেকে বেশ কিছু নিয়ম চালু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। যার ফলে অনেকের নাম বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে, এমনটাই সূত্রের খবর। নতুন বছর (২০২৫) থেকে লক্ষ্মীর ভান্ডার (Lakshmi Bhandar Prakalpa) প্রকল্পের কি কি নিয়ম লাগু হচ্ছে একনজরে দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার, রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসিক ১০০০ টাকা ও ১২০০ টাকা করে দিয়ে থাকে। প্রতি মাসে মাসে উপভোক্তারা তাঁদের ব্যাঙ্কে এই টাকা পেয়ে থাকেন।

২০২৫ সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কিছু নিয়ম জারী হচ্ছে, যার ফলে যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে অনেক অভিযোগ উঠে এসেছে, অযোগ্য ব্যক্তিরাও মাসিক এই টাকা পাচ্ছে! এর ফলে নতুন বছর থেকে প্রায় অনেক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে, আবেদনকারীর বয়স থাকতে হবে ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের মধ্যে। ৬০ বছর পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই বয়স্ক ভাতায় রুপান্তরিত হবে বলে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে ৬০ বছর পর আর মহিলাদের নতুন করে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতায় আবেদন জানাতে হবে না। কিন্তু বয়স্ক বা বৃদ্ধ ভাতার টাকা তাদের ব্যাঙ্কে জমা হওয়া শুরু হয়ে যাবে।

নতুন বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যেসমস্ত নিয়ম লাগু হচ্ছে তা হলো, সরকারি চাকরি করেন এমন মহিলা এই প্রকল্পের সুবিধা পেলে, তা থেকে তার নাম বাতিল হয়ে যাবে। এছাড়াও যাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। এবং যে সমস্ত মহিলারা তপশিলি জাতি ও উপজাতি তাদের সেই সার্টিফিকেট অবশ্যই জমা করতে হবে, নয়তো এই প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হবে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, রাজ্যের মা বোনদের আর্থিকভাবে ক্ষমতায়ন করা এবং তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করাই হলো রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করে সেখানেই জমা করা। আরও বিস্তারিত জানার জন্য নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন।

Lakshmi Bhandar Prakalpa Status Check Link:- Click 

Khalek Rahaman

দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে ডিজিটাল মিডিয়ার সঙ্গে নিবিড়ভাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে স্নাতকোত্তর পড়াশোনা করছেন। পাশাপাশি, তুলনামূলক সাহিত্য নিয়ে গবেষণার মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন প্রকল্পের আপডেট পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা তৎপর।

Related Articles

Back to top button