আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা(Madhyamik Result 2021)। করোনা অতিমারির কথা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে। 20 জুলাই সকাল 9 টায় আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। এবছর মেধাতালিকা ঘোষণা করা হবে না।সকাল ১০ টা থেকে বিভিন্ন ওয়েবসাইট মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে অনলাইনে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে,মাধ্যমিক পরীক্ষা না হওয়ায় এবার নবম শ্রেণির বার্ষিক এবং দশম শ্রেণির স্কুলের পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মাধ্যমিকের মার্কশিট তৈরি করা হবে৷ তবে কোনও ছাত্রছাত্রী যদি এই মূল্যায়নে সন্তুষ্ট না হয়, তাহলে করোনা প্রকোপ কমলে সেই সমস্ত পড়ুয়ারা পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
মাধ্যমিক রেজাল্ট ২০২১(Madhyamik Result 2021) অনলাইন চেক লিংকঃ- https://www.wbbse.wb.gov.in/
মাধ্যমিক রেজাল্ট ২০২১(Madhyamik Result 2021) অনলাইন চেক ওয়েবসাইটঃ- https://wbresults.nic.in/
মাধ্যমিক রেজাল্ট ২০২১ চেক লিংকঃ- (Madhyamik Result 2021) https://www.exametc.com/
মাধ্যমিক রেজাল্ট ২০২১(Madhyamik Result 2021) ওয়েবসাইট লিংকঃ- https://www.results.shiksha/