পশ্চিমবঙ্গে লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি,বেতন ২৪ হাজার টাকা মাসে
লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ, ইতিমধ্যেই রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মী নিয়োগ এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো।পশ্চিমবঙ্গে এই কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন,কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে, বয়স কত থাকতে হবে?বিস্তারিত আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
পদের নামঃ– Medical Officer
শূন্যপদঃ– ৫৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতাঃ– মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এক বছরের ইন্টর্নশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৪ হাজার টাকা করে।
বয়সঃ– ১ আগস্ট ২০২৩ তারিখ এর নিরিখে ৬৭ বছর বয়স এর মধ্যে থাকতে হবে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। অর্থাৎ ইন্টারভিউ এর দিনেই অরিজিনাল ও জেরক্স ডকুমেন্টস সাথে করে নিয়ে যেতে হবে পাশাপাশি www.kmcgov.in এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি প্রিন্ট করে ফিলাপ করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
ইন্টারভিউ এর সময় ও ঠিকানাঃ– ৪ঠা আগস্ট ২০২৩, সকাল ১১.৩০টা থেকে ১২.৩০টার মধ্যে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে Room No. 254, 2nd Floor, PMU, Kolkata City NUHM Society, 5, S N Banerjee Road, Kolkata- 700013 এই ঠিকানায়।
ডকুমেন্টসঃ–
Official Website Link:- ক্লিক
আবেদন ফর্ম ডাউনলোড লিংকঃ- ডাউনলোড