আধার সেন্টার খোলা আরও সহজ,দেখুন কিভাবে পাবেন আইডি পাসওয়ার্ড?

Published By: MD 360 NEWS | Updated:

আধার সেন্টার আইডি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয়।কি কি শর্তের মধ্যে থাকতে হবে, তাহলে আপনিও আধার কার্ড আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আধার কার্ড সেন্টার খুলে আপনি নতুন আধার কার্ড তৈরি এর পাশাপাশি আধার কার্ড এ মোবাইল নাম্বার লিংক ও আপডেট করতে পারবেন। শুধু তাই নয়,এরজন্য আপনি পারিশ্রমিক ও পেয়ে যাবেন Uidai এর তরফ থেকে। কিভাবে আধার সেন্টার এর জন্য আবেদন করতে হয় তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার সেন্টার খোলার জন্য শর্তঃ-
১) অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং প্রাক্তন সেনা সদস্য।
২) ইন্ডিভিজুয়াল পাবলিক কল অফিস (PCO) অপারেটর।
৩) কিরানা স্টোর/মেডিকেল/ন্যায্যমূল্যের দোকান ইত্যাদির স্বতন্ত্র মালিক।
৪) ভারত সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের এজেন্ট (গোল) / বীমা কোম্পানি।
৫) পেট্রোল পাম্প মালিক।
৬) কমন সার্ভিস সেন্টার (সিএসসি) পরিচালনাকারী ব্যক্তিরা।
৭) ব্রাউজিং সেন্টার/ভোজনশালা চালাচ্ছেন,তারা আবেদন করতে পারবেন।
৮) সু-চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলির (SHGS) অনুমোদিত কর্মীরা যেগুলি ব্যাঙ্কগুলির সাথে যুক্ত ব্যাক্তিরাও আবেদন এর যোগ্য।

পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের BC Id নিয়ে আপনি আধার সেন্টার এর আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তবে পোস্ট অফিসের BC Id পাওয়ার জন্য উপরের শর্তের মধ্যে যেকোনো একটি পূরণ করা থাকতে হবে।

পোস্ট অফিসের BC Id নেওয়ার জন্য নিচে দেওয়া ফর্মটি প্রিন্ট করে ফিলাপ করে নিকটবর্তী Post Office Branch এ জমা করুন।

Post Office BC Agent Id From= Download