OBC ক্যাটাগরির আওতাভুক্ত সকল নাগরিক – সেটা OBC-A হোক কিংবা OBC-B, সকলকেই এখন তাদের বিদ্যমান OBC সার্টিফিকেটের Re-Validation করাতে হবে। যাদের OBC-A থেকে OBC-B হয়েছে বা OBC-B থেকে OBC-A হয়েছে কিংবা হয়নি, সকলকেই এখন তাদের OBC সার্টিফিকেট Revalidation করাতে হবে।
সাম্প্রতিক আপডেট অনুযায়ী, জাতিগত শংসাপত্রের অফিসিয়াল পোর্টাল (Caste Certificate Official Portal) এ OBC Certificate Re-Validation এর জন্য একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে।এখন সেই পোর্টালের মাধ্যমেই আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে।
OBC Re-Validation বলতে বোঝানো হচ্ছে, আপনার কাছে থাকা OBC-A বা OBC-B সার্টিফিকেটকে নতুন করে যাচাই ও বৈধতা প্রদানের প্রক্রিয়া। শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই OBC Certificate Re Validation হবে না — এরজন্য আবেদনকারীদেরকে নির্ধারিত নথিপত্র সহ আবেদন ফর্মটি নিজ নিজ SDO অফিসে জমা দিতেও হবে।
OBC Certificate Re-Validation 2025 West Bengal Online Apply:
১) প্রথমে আপনাকে Cast Certificate এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর OBC অপশনে ক্লিক করুন।
৩) এরপর Apply এ ক্লিক করে Digitized থেকে Yes সিলেক্ট করুন।
৪) এরপর নিচে আপনার WB0303OBC… সার্টিফিকেট নাম্বার উল্লেখ করুন ও সার্টিফিকেট Issue তারিখ উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৫) নিচে সার্টিফিকেট এর সমস্ত তথ্য চলে আসবে, যেসব বক্স ফাঁকা রয়েু,তা উল্লেখ করুন ও BDO Income Certificate ও পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করে সাবমিট করুন।
৬) আপনার আবেদন হয়ে গেলে – আবেদন ফর্ম, সার্ভিস ডিটেইলস ফর্ম ও Acknowledgement কপি প্রিন্ট করুন।
৬) এরপর আবেদন ফর্মে নির্ধারিত জায়গায় সিগনেচার করে, ফর্মগুলো ও উপযুক্ত ডকুমেন্টস সহকারে নিকটবর্তী SDO অফিসে জমা করুন।
৭) এরপর SDO অফিস থেকে সার্টিফিকেট এপ্রুভ হলে, ডিজিটাল OBC Certificate অনলাইন ডাউনলোড করতে পারবেন।
West Bengal OBC Certificate Re Validation Online Apply Link:- Click
পশ্চিমবঙ্গ OBC সার্টিফিকেট Re-Validation এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তালিকাঃ
1. Online Form (Re-validate) অনলাইন ফর্ম (পুনরায় বৈধকরণ)
2. Birth Certificate** জন্ম সার্টিফিকেট**
3. Aadhaar Card – আধার কার্ড
4. Voter Card – ভোটার কার্ড
5. OBC- ওবিসি সার্টিফিকেট
6. Income Certificate (SDO/BDO)- আয় সার্টিফিকেট (এস.ডি.ও। বি.ডি.ও)
7. Domicile Certificate (SDO) / Residential (BDO) – আবাসিক সার্টিফিকেট (এস.ডি.ও)। বসবাসের প্রমাণপত্র (বি.ডি.ও)
8. Photo 1 Copy – ছবি ১ কপি
9. Voter of Father – পিতার ভোটার কার্ড
10. Aadhaar of Father – পিতার আধার কার্ড
11. Land Proof before 1993 – ১৯৯৩ সালের আগের জমির প্রমাণ
12. Genealogical Table (Chairman + EO/ Pradhan + EA) – বংশ তালিকা (Chairman + EO / Pradhan + EA)
13. Self-Declaration (Applicant/Father/Mother) – স্বঘোষণা পত্র (আবেদনকারী/পিতা/মাতা)
14. Parental Side Caste Certificate – পিতামাতার পক্ষে জাতি শংসাপত্র OR
15. Panchanama – পঞ্চনামা
(SL No 14 না থাকলে SL NO 15 লাগবে…।
বিঃদ্রঃ আপনার জেলার ক্ষেত্রে এই তালিকায় থাকা নথি কিছু পরিবর্তন হতে পারে, তাই নিজ নিজ জেলার SDO অফিসে বা BDO অফিসে যোগাযোগ করুন।
OBC Certificate Re-Validation Self Declamation Certificate Download Link: Download