প্রকল্প

বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন পদ্ধতি দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

বয়স্ক ভাতা হোক বা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এখন আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে অনলাইনে প্রতিবন্ধী ভাতা কিংবা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতায় আবেদন করবেন, তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

How To Apply Old Age Pension Online West Bengal / How To Apply Widow Pension Online West Bengal / How To Apply Disability Pension Online West Bengal

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Umang App Download করে নিতে হবে।

২) এরপর App টি ওপেন করুন।
৩) সার্চ অপশনে গিয়ে সার্চ করুন NSAP লিখে। তারপর Apply Online এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আবেদন ফর্ম চলে আসবে তা ফিলাপ করুন।
৫) প্রথম ধাপে আপনাকে সিলেক্ট করতে হবে কোন পেনশনের জন্য আবেদন করতে চান তা সিলেক্ট করুন।
৬) এরপর ঠিকানা উল্লেখ করুন ও নাম, বয়স, স্বামী / বাবার নাম ইত্যাদি বসিয়ে দিয়ে Next করুন।
৭) পরবর্তী পেজে Account Details উল্লেখ করুন ও সাবমিট করুন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন আইডি চলে আসবে।

Umang App Download Link:-

Download 

Related Articles

Back to top button