West Bengal Police Job 2024: রাজ্য পুলিশ থেকে 54 টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত?
পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর সহ বেশ কিছু পদে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, রাজ্যের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ করা হচ্ছে মোট 54 টি শূন্যপদে। এই সমস্ত পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে। কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 16 হাজার টাকা থেকে 40 হাজার টাকা পর্যন্ত পদ ভিত্তিক।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে। আবেদন করার জন্য কোন পদে কি যোগ্যতা থাকতে হবে, বয়স কত চাওয়া হয়েছে ও বেতন কত রয়েছে পদ ভিত্তিক। বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– Data Entry Operator
যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক, এর পাশাপাশি Computer Application কোর্স করা সার্টিফিকেট থাকতে হবে।
শূন্যপদঃ ডেটা এন্ট্রি অপারেটর পদে মোট 11 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে 16 হাজার টাকা করে।
পদের নামঃ– সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল।
বেতনঃ– সফটওয়্যার সাপোর্ট কর্মী পদে, প্রার্থীদের মাসিক বেতন থাকবে 21 হাজার টাকা করে।
শূন্যপদঃ– সফটওয়্যার সাপোর্ট কর্মী পদে মোট 25 টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
পদের নামঃ– সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ।
বেতনঃ– সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে মাসিক বেতন থাকবে কর্মরত চাকরি প্রার্থীর 29 হাজার টাকা করে।
শূন্যপদঃ– সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে মোট শূন্যপদ রয়েছে একটি।
পদের নামঃ– সফটওয়্যার ডেভেলপার।
শূন্যপদঃ– Software Developer পদে মোট 7 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ– সফটওয়্যার ডেভেলপার পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে 33 হাজার টাকা করে।
পদের নামঃ– সিকিউরিটি এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর।
শূন্যপদঃ– সিকিউরিটি এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে মোট আটি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
বেতনঃ– সিকিউরিটি এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে মাসিক বেতন থাকবে 37 হাজার টাকা করে।
পদের নামঃ– সিনিয়র সফটওয়্যার ডেভলপার।
শূন্যপদঃ- এই পদে মোট দুটি শূন্যপদে নিয়োগ করা হবে।
বেতনঃ– Senior Software Developer পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে 40 হাজার টাকা করে।
উপরে উল্লেখিত পদে পদ ভিত্তিক আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদন করার পূর্বে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল পোর্টাল থেকে ভালো ভাবে নোটিশ দেখে নিয়ে আবেদন করুন।
আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে এই সমস্ত পদে অনলাইনে। এরজন্য West Bengal Police এর অফিসিয়াল পোর্টালে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে 18/10/2024 তারিখের মধ্যে।
West Bengal Police Senior Software Developer ,Software Developer,Security And Network Administrator ,System Administrator, Software Support Personnel And Data Entry Operator Recruitment Notification 2024:- Download
West Bengal Police Job 2024 Online Apply Link:- Click