WB Caste Certificate Correction: SC/ST/OBC সার্টিফিকেটে নাম ও বাবার ভুল নাম সংশোধন করুন – নতুন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

SC/ST/OBC সার্টিফিকেটে নিজের নাম ভুল রয়েছে কিংবা বাবার নাম ভুল রয়েছে, তাহলে জেনে নিন কিভাবে Cast Certificate ভুল সংশোধন (Cast Certificate Correction) করবেন। আপনার কাস্ট সার্টিফিকেট হাতে লেখা হোক বা ডিজিটাল – নাম বা বাবার নাম ভুল থাকলে তা অবশ্যই সংশোধন করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

SC/ST/OBC সার্টিফিকেট চাকরির সংরক্ষণ থেকে শুরু করে কলেজে ভর্তিতে এই নথির গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয় স্কলারশিপের টাকা পেতেও দরকার পরে SC/ST/OBC সার্টিফিকেট এর। কিন্তু কাস্ট সার্টিফিকেটে নাম কিংবা বাবার নাম ভুল থাকলে পরতে হয় নানান সমস্যায়। এর জন্য অবশ্যই কাস্ট সার্টিফিকেটে থাকা ভুল নাম সংশোধন করা অত্যন্ত জরুরি।

তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে, কিভাবে Caste Certificate এর মধ্যে থাকা নিজের ভুল নাম সংশোধন (Cast Certificate Name Correction) করবেন। পাশাপাশি বাবার নাম ভুল থাকলে সংশোধন (Caste Certificate Father Name Correction) কিভাবে করতে হবে। এরজন্য কি কি ডকুমেন্টস এর দরকার পরবে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

SC/ST/OBC Certificate Name Correction Documents Required / SC/ST/OBC সার্টিফিকেটে নাম ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) আবেদন পত্র / দরখাস্ত
২) আধার কার্ড
৩) ভোটার কার্ড
৪) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট
৬) ১ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো
৭) Domicile সার্টিফিকেট (SDO) অথবা Residential Certificate (BDO)।

SC/ST/OBC Certificate Father Name Correction Documents Required / SC/ST/OBC সার্টিফিকেটে বাবার নাম ভুল সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

১) দরখাস্ত / আবেদন পত্র
২) আধার কার্ড
৩) ভোটার কার্ড
৪) জন্ম সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড
৫) অরিজিনাল কাস্ট সার্টিফিকেট
৬) ১ কপি পাসপোর্ট সাইজের কালার ফটো
৭) Domicile Certificate (SDO) অথবা Residential Certificate (BDO)
৮) বাবার একটি ডকুমেন্ট – ভোটার কার্ড / আধার কার্ড / রেশন কার্ড।

কাস্ট সার্টিফিকেটে নিজের নাম ও বাবার নাম ভুল সংশোধন পদ্ধতিঃ

জাতিগত শংসাপত্র সার্টিফিকেটে নাম হোক বা বাবার নাম – ভুল থাকলে তা সংশোধন করতে হবে অফলাইনে। এরজন্য প্রথমে আপনাকে একটি দরখাস্ত লিখতে হবে, নিজের নাম ভুল থাকলে কিভাবে দরখাস্ত লিখবেন ও বাবার নাম ভুল থাকলে কিভাবে দরখাস্ত লিখবেন, তার নমুনা দরখাস্ত ডাউন লিংক নিচে দেওয়া হয়েছে। সেখান থেকে দরখাস্ত ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এরপর উপরে উল্লেখিত নথি সহকারে নিকটবর্তী BDO কিংবা SDO অফিসে জমা করতে হবে। এরপর কয়েকদিন পর অফিসে যোগাযোগ করুন, সার্টিফিকেট সংশোধন হয়ে গেলে অনলাইন এর পাশাপাশি অফলাইন থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

SC/ST/OBC Certificate Father Name Correction Letter Format: Download

SC/ST/OBC Name Correction Letter Format : Download