স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইন আবেদন,ডকুমেন্টস,শর্ত দেখুন West Bengal Student Credit Card Online Apply. Student Credit Card West Bengal Online Apply. Student Credit Card Scheme

Published By: MD 360 NEWS | Updated:
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাজ্য সরকার আরও একটি নতুন প্রকল্প চালু করলো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)।স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প থেকে রাজ্য সরকার পড়ুয়াদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড দিবে।স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিভাবে আবেদন করবেন? স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের শর্ত? স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে? দেখুন নিম্নে বিস্তারিত…

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কারা কারা আবেদন করতে পারবেন(Student Credit Card Eligibility):-
1) ক্লাস ১০ থেকে Postgraduate পর্যন্ত প্রত্যেক পড়ুয়ারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
2) স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করতে গেলে শেষ ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
3) স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করতে গেলে বয়স থাকতে হবে ৪০ বছরের মধ্যে।
4) স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সরকার ১০ লক্ষ টাকা লোন দিবে,যার গ্যারান্টার থাকবে সরকার নিজেই।
5)Student Credit Card West Bengal / স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিলে,সেই লোন শোধ করার সময় পাওয়া যাবে ১৫ বছর।
6)আপনি যদি দেশ কিংবা বিদেশে বিভিন্ন কোর্সে পড়াশোনা করতে চান,তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আপনি ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন পদ্ধতি (West Bengal Student Credit Card Online Apply Process):- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য প্রথমে আপনাকে…
1) West Bengal Student Credit Card এর নির্দিষ্ট পোর্টালে আপনাকে Log in করতে হবে।
2) West Bengal Student Credit Card Application/ Registration/ Online Apply অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
3)এই লিংকে ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে,সেখানে সমস্ত তথ্য দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে।
4) এরপর উল্লেখিত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে,তা বসিয়ে দিতে হবে।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রয়োজনীয় নথিপত্র কি কি(West Bengal Student Credit Card Document List):-
1) পশ্চিমবঙ্গে ১০ বছর বাস করেন তার প্রমাণ।
2) বয়সের প্রমাণ।
3) শিক্ষাগত প্রমাণ।
4) মা/বাবা/অভিভাবকের কাজের বিবরণ।
5) মা/বাবা/অভিভাবকের আধার কার্ড/ভোটার কার্ড।
6) পরিবারের আয়ের সার্টিফিকেট(Income Certificate)
7) উচ্চ শিক্ষার রেজিস্ট্রেশনপর প্রোয়জনীয় নথী।
8) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আবেদনকারীর।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি (What is West Bengal Student Credit Card):-
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত পড়ুয়াদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২৪/০৬/২০২১ সালে মন্ত্রীসভায় ছাড়পত্র পান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেন।ছাত্র ছাত্রীদের ৪ শতাংশ সুদে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে।স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।এই লোন শোধ করার জন্য পড়ুয়াদের ১৫ বছর সময় দিবে রাজ্য সরকার।

West Bengal Student Credit Card Website Link/Portal: ৩০ জুন ওয়েবসাইট লঞ্চ করা হবে আর যখনি চলে আসবে আমরা আপনাদের আপডেট জানিয়ে দিবো। তাই Md 360 News পোর্টালে সদা সর্বদা নজর রাখুন।

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author