খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, তা এখন খুব সহজেই মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে অনলাইনে চেক করে দেখতে পারবেন। খসড়া ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে ফাইনাল ভোটার (Voter Final PDF List) লিস্টেও নাম অন্তর্ভুক্ত হবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যেক ভোটারের নাম যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, কিভাবে অনলাইনে ধাপে ধাপে খসড়া ভোটার তালিকায় আপনার নাম চেক করবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO West Bengal) অফিসিয়াল পোর্টালে জেলা, বিধানসভা ও বুথ ভিত্তিক ASD খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। যে সকল ভোটারের নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, তাদের নামের তালিকা CEO West Bengal-এর অফিসিয়াল পোর্টাল থেকে সহজেই চেক করতে পারবেন।
পশ্চিমবঙ্গে গত ৪ঠা নভেম্বর থেকে ভোটার এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হয়েছে। গণনা ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১১ই ডিসেম্বর। নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, আজ ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আপনার বিধানসভার ভোট কেন্দ্রের কাদের কাদের নাম বাতিল হলো ও কেন বাতিল হলো খসড়া ভোটার লিস্ট (ASD Voter List Pdf Download West Bengal) থেকে দেখুন নাম –
| SL | জেলার নাম | বাতিল ভোটার লিস্ট |
|---|---|---|
| 1 | COOCH BEHAR | ডাউনলোড |
| 2 | ALIPURDUAR | ডাউনলোড |
| 3 | JALPAIGURI | ডাউনলোড |
| 4 | KALIMPONG | ডাউনলোড |
| 5 | DARJEELING | ডাউনলোড |
| 6 | UTTAR DINAJPUR | ডাউনলোড |
| 7 | DAKHSIN DINAJPUR | বাতিল ভোটার লিস্ট দেখুন |
| 8 | MALDA | ডাউনলোড |
| 9 | MURSHIDABAD | ডাউনলোড |
| 10 | NADIA | ডাউনলোড |
| 11 | NORTH 24 PARGANAS | ডাউনলোড |
| 12 | SOUTH 24 PARGANAS | ডাউনলোড |
| 13 | KOLKATA SOUTH | ডাউনলোড |
| 14 | KOLKATA NORTH | ডাউনলোড |
| 15 | HOWRAH | ডাউনলোড |
| 16 | HOOGHLY | ডাউনলোড |
| 17 | PURBO MEDINIPUR | ডাউনলোড |
| 18 | PASCHIM MEDINIPUR | ডাউনলোড |
| 19 | JHARGRAM | ডাউনলোড |
| 20 | PURULIA | ডাউনলোড |
| 21 | BANKURA | ডাউনলোড |
| 22 | PURBA BARDHAMAN | ডাউনলোড |
| 23 | PASCHIM BARDHAMAN | ডাউনলোড |
| 24 | BIRBHUM | ডাউনলোড |
কিভাবে নাম চেক করে দেখবেন, আপনার নাম খসড়া ভোটার লিস্ট থেকে বাতিল হলো কিনা –
১) সর্বপ্রথম উপরে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা সিলেক্ট করুন।
২) এরপর জেলার পাশে থাকা Download এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে – Download ASD list by Assembly Constituency and Part Number এখানে ক্লিক করুন।
৪) এরপর নিচে জেলা ও বিধানসভা উল্লেখ করতেই ভোট কেন্দ্র চলে আসবে। আপনার ভোট কেন্দ্রের পাশে থাকা Download এ ক্লিক করে দেখে নিন কাদের নাম বাতিল হয়েছে।


