পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবকে যুবতীদের জন্য ২০১৩ সালে একটি প্রকল্প চালু করেন। আর এই প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্পে(Yuvashree Prakalpa)।
এই প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে মাসে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে সরাসরি পাঠানো হয়।আপনি যদি বেকার হয়ে থাকেন?চাকরির সন্ধান খুঁজছেন তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
শর্তঃ-
১)পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।এই প্রকল্পে আবেদন করতে গেলে।
২) আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৩) আবেদনকারী যদি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকে তাহলে আবেদন করতে পারবেন না।
৪)আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হলে হবে না।যে বছর আবেদন করবেন সেই বছরের ১ এপ্রিল অনুযায়ী বয়স হিসাব করা হবে।
৫) আবেদনকারীরকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে।
৬) রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক ঋণ নিয়ে থাকলে আবেদন করলে লাভ নাও পেতে পারেন।
যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের উদ্দেশ্যঃ– Yuvashree Prakalpa রাজ্য সরকারের একটি প্রকল্প।যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৩ সালের ৩ অক্টোবর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই প্রকল্পের সূচনা করেন।যুবশ্রী প্রকল্পের উদ্দেশ্যে হল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করে কর্মউদ্যোগী করে তোলা।
যুবশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতিঃ–
যুবশ্রী প্রকল্প ফর্ম ফিলাপ-
১) যুবশ্রী প্রকল্পে বা বেকার ভাতায় অনলাইনে আবেদন করার জন্য প্রথমে Emolument Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর New Enrollment Job Seeker এ অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে T&C Accept করে এগিয়ে যান।
৪) এরপর আবেদন ফর্মটি চলে আসবে। সেখানে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফটো ইত্যাদি আপলোড করে এগিয়ে যান।
৫) পরবর্তী পেজে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে
Following documents need to be uploaded to complete the registration process:
Name, Date of Birth – MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate
Proof of Residence – Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card
Caste (other than General) – Caste Certificate
Physically Challenged – PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
Educational Qualification – Marksheets of all Exams passed / Transfer Certificate
৬) এরপর ফাইনাল সাবমিট করলেই হয়ে যাবে। এখন আর কোথাও গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না। এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে।
যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইট লিংকঃ-
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক