পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টালে অনেক আগেই প্রকাশ করা হয়েছে ২০০২ সালের ভোটার লিস্ট (West Bengal 2002 Voter List)। এবার সেই ভোটার তালিকায় আরও নতুন করে নাম যুক্ত করা হলো। হ্যাঁ ঠিকই পড়েছেন, ২০০২ সালের ভোটার তালিকা (2002 Voter List Download) থেকে বাদ পরে যায় চারশোর বেশি ভোটারের নাম গতকাল পোর্টালে সেই তালিকায় আরও নতুন করে নাম যুক্ত করে নতুন ভোটার লিস্ট প্রকাশ করলো সিইও দফতর।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন? আপনি সহজেই হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিংবা কম্পিউটার বা লেপটপের মাধ্যমে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download West Bengal) করার জন্য জানা থাকতে হবে, উক্ত ভোটার ২০০২ সালে কোন জেলার অন্তর্গত বিধানসভার ভোট কেন্দ্র ভোট দিয়েছেন। শুধু এইটুকুই জানা থাকলেই আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List) করে দেখে নিতে পারবেন নাম।
পশ্চিমবঙ্গে শেষবারের মতো ভোটার এসআইআর হয়েছে ২০০২ সালে। আর ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী হচ্ছে এবার ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি। ইতিমধ্যেই ২০২৫ সালের ভোটার তালিকায় নাম থাকা সকল ভোটারের বাড়িতে পৌঁছে দিয়েছে ভোটার এনুমেরেশন ফর্ম বুথ লেভেল অফিসাররা (BLO)। আর গণনা ফর্ম পূরণের শেষ তারিখ ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। যেসকল ভোটার তাদের নাম ২০২৬ সালের ফাইনাল ভোটার তালিকায় (West Bengal 2026 Voter List Download) তুলতে চান, তাদের সকলকে গণনা ফর্ম পূরণ করে জমা করতে হবে।
গতকাল পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে নতুন করে আরও ৪০০ এর বেশি নাম যুক্ত করা হলো একটি বুথে। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার অন্তর্গত মাথাভাঙ্গা বিধানসভার, অংশ নং – ১৬০। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথমত ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়, সেখানে মোট ৮৪১ জন ভোটার উল্লেখ থাকলেও লিস্টে দেখা যায় ৪২৫ জন ভোটারের নাম নেই। অবশেষে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে বাকি ৪২৫ জন সহকারে পূর্নাঙ্গ ৮৪১ জন ভোটারের ২০০২ সালের লিস্ট (2002 Voter List Download) প্রকাশ করা হয়।
নিচে উল্লেখিত জেলা থেকে, পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ভোটার লিস্ট ডাউনলোড করে নিন সহজ কয়েকটি ধাপ ফলো করে। সর্বপ্রথম আপনার জেলার নাম সিলেক্ট করুন, এরপর বিধানসভা বেঁছে নিন। এখন কোন ভোট কেন্দ্রের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (West Bengal 2002 Voter List Download Link) করতে চাচ্ছেন, তার পাশে থাকা Final Roll এ ক্লিক করুন। এরপর ক্যাপচার কোড উল্লেখ করে Verify এ ক্লিক করলেই ২০০২ সালের ভোটার লিস্ট চলে আসবে।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করুন আপনার জেলার –
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২ | বীরভূম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৩ | কোচবিহার ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৫ | দার্জিলিং ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৬ | হুগলি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৭ | হাওড়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৮ | জলপাইগুড়ি ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ৯ | ঝাড়গ্রাম ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১০ | কলকাতা উত্তর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১১ | মালদা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১২ | মুর্শিদাবাদ ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৩ | নদীয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৮ | পুরুলিয়া ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর ভোটার লিস্ট ডাউনলোড | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ ভোটার লিস্ট ডাউনলোড | Download |













