ePaddy Farmer Registration 2025: সরকারের কাছে বেশি দামে ধান বিক্রি অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখুন ২০২৫

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

খাদ্য ও সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, প্রতি বছর কৃষকদের কাছ থেকে বাজারের তুলনায় বেশি দামে ধান কিনে থাকে। যেখানে পশ্চিমবঙ্গের সকল কৃষকেরা সরকারের কাছে বেশি মূল্যে ধান বিক্রি করতে পারেন। এরজন্য প্রথমে কৃষকদের ePaddy এর অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কৃষকেরা ধান বিক্রি করার অর্থ সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। আবেদন করার সময় যেই ব্যাঙ্কের তথ্য উল্লেখ করা হয়,সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে থাকে। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে?

ধান বিক্রি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

১) কৃষকের ভোটার কার্ড,
২) কৃষকের আধার কার্ড,
৩) কৃষকের জমির নথি,
৪) কৃষকের ব্যাঙ্কের পাশবই।

ধান বিক্রি করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৫ / Paddy Procurement Farmer Registration 2025:-

1) প্রথমত আপনাকে epaddy.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

2) এরপর হোম পেজে থাকা Farmer Self Registration এ ক্লিক করুন।

3) পরবর্তী পেজে কৃষকের আধার কার্ড নাম্বার উল্লেখ করে Otp ভেরিফাই করুন।

4) এরপর আধার কার্ডে সমস্ত তথ্য চলে আসবে। এছাড়াও সেখানে বলা থাকবে আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন কি না? করলে Yes এ ক্লিক করুন আর না করে থাকলে No তে ক্লিক করুন।

5) এরপপর নিচে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথবা কৃষক বন্ধু আইডি দিয়ে সার্চ করুন ও মোবাইল নাম্বার ভেরিফাই করে Next এ ক্লিক করুন। আর কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা না থাকলে নিচে ভোটার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ভেরিফাই করে Next এ ক্লিক করুন।

6) এরপর পরবর্তী পেজে ঠিকানা উল্লেখ করুন ও Next এ ক্লিক করুন।

7) পরবর্তী পেজে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকলে, জমির পরিমাণ ও তথ্য দেখতে পারবেন। আর আবেদন করা না থাকলে তা উল্লেখ করুন। এরপর আপনার নিকটবর্তী কোনো ধান বিক্রি সেন্টার উল্লেখ করুন ও Next বাটনে ক্লিক করুন।

8) এরপর ব্যাঙ্কের তথ্য কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী চলে আসবে, আর যদি না আসে তাহলে সঠিকভাবে উল্লেখ করুন ও Next এ ক্লিক করুন।

9) এরপর ফাইনাল ধাপে, ব্যাঙ্কের পাশবই, ভোটার কার্ড ও জমির নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর আবেদন এপ্রুভ হয়ে গেলে ধান বিক্রি করার জন্য তারিখ বুকিং করুন। আর আবেদন এপ্রুভ না হলে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।

10) ধান বিক্রি করার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য epaddy পোর্টালে আসার পর Reg. Certificate Download এ ক্লিক করে আধার কার্ড/ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে সার্টিফিকেট ডাউনলোড করুন।

11) ধান বিক্রি করার জন্য Farmer Self scheduling এ ক্লিক করে আধার কার্ড/ভোটার কার্ড নাম্বার দিয়ে তারিখ ও সেন্টার বুক করুন ও নির্দিষ্ট দিনে সেই সেন্টারে ধান বিক্রি করুন।

আর বিশদে জানতে কল করুন 1967/ 1800-345-5505 (Toll Free)

ধান বিক্রি অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃApply 

ধান বিক্রি অনলাইন ডেট বুকিং লিংকঃClick 

e Paddy Website Link:- Click Now