বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন শুরু হলো। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা সরকারের কাছ থেকে ফসলের ক্ষতির জন্য আর্থিক সহযোগী পেয়ে থাকেন। এরজন্য চাষীদের কোনো টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে কৃষকেরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারেন।
৪ ও ৫ অক্টোবর ২০২৫-এ উত্তরবঙ্গে অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে প্রচুর ক্ষয়ক্ষতি সহ অনেকের প্রাণ গেছে। পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে নিরবচ্ছিন্ন ত্রাণ ও পুনর্বাসনের কাজ দিবারাত্রি চালিয়ে যাচ্ছে। সাথে মৃত পরিবারদের চাকরি ও বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন।
এছাড়াও যে সকল চাষির চাষযোগ্য জমির ক্ষতি হয়েছে, তারা এখন বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরনের টাকা পেতে পারেন। এই টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার, এরজন্য কৃষকদের বীমায় আবেদন করার জন্য কোনো টাকা দিতে হয়না।
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করুন। এরপর সঠিকভাবে ফিলাপ করে উপযুক্ত নথি সহকারে কৃষি অফিসেই জমা করুন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা থাকলে, অবশ্যই কৃষক বন্ধু আইডি নাম্বার, আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। আবেদন জমা করার পর একটি স্লিপ পেয়ে যাবেন, সেখানে থাকা নাম্বার দিয়ে বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদনের স্থিতি চেক করতে পারবেন।
বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) ব্যাঙ্কের পাশবই,
৪) জমির খতিয়ান / পর্চা / দলিল।
কৃষক বন্ধু আইডি কিভাবে বের করবেন / Krishak Bandhu Id Number Find –
১) প্রথমে আপনাকে krishakbandhu.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর নথিভূক্ত কৃষকের তথ্য লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজ থেকে আধার কার্ড / ভোটার কার্ড সিলেক্ট করে নাম্বার উল্লেখ করুন ও নিচের বক্সে টিক মার্ক করে সার্চে ক্লিক করুন।
৪) কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য সহ কৃষক বন্ধু আইডি নাম্বার পেয়ে যাবেন।
Krishak Bandhu Id Number (KB ID Find) Check Online Website Link:- Click Now
Bangla Shasya Bima (BSB Check) Website Link:- Click Now