আপনি কি এখনো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করেননি? তাহলে আজকের প্রতিবেদনে জেনে নিন, কীভাবে সহজেই আধারের সঙ্গে আপনার মোবাইল নম্বর লিংক করবেন। আর যদি আপনার আধারে আগে থেকেই একটি মোবাইল নম্বর যুক্ত থাকে, কিন্তু সেটি পরিবর্তন করতে চান — সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই। খুব সহজেই পুরনো নম্বরটি বদলে নতুন মোবাইল নম্বর লিংক করতে পারবেন। আধার কার্ডে মোবাইল নম্বর লিংক কিংবা পরিবর্তন করার জন্য দরকার পরবে না কোনো নথির।
আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকলে নানান সরকারি প্রকল্পের কাজ থেকে শুরু করে প্রায় সব OTP-ভিত্তিক অনলাইন সেবা ঘরে বসেই করা যায়। প্যান কার্ড নতুন আবেদন কিংবা আপডেট, PM Kisan আবেদন, ভোটার কার্ড অনলাইন আবেদন বা সংশোধন ইত্যাদি — সব ক্ষেত্রেই Aadhaar Authentication প্রয়োজন হয়। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে আধার কার্ডে নিবন্ধিত মোবাইল নম্বরে আসা OTP অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা পরিবর্তন করতে কত টাকা খরচ হবে?
আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করতে কোনো ডকুমেন্ট লাগে না। নথিপত্র ছাড়াই আপনি আধারে নতুন মোবাইল নম্বর লিংক করতে পারবেন, অথবা আগে থেকে যুক্ত নম্বর পরিবর্তন/আপডেট করেও নতুন নম্বর যুক্ত করা যাবে। আগে আধারে মোবাইল নম্বর লিংক করতে খরচ ছিল ৫০ টাকা। কিন্তু এখন UIDAI নতুন চার্জ নির্ধারণ করেছে — মোবাইল নম্বর লিংক, পরিবর্তন বা আপডেট — সবক্ষেত্রেই খরচ হবে ৭৫ টাকা।
অর্থাৎ, আধার কার্ডে নতুন মোবাইল নম্বর লিংক করা হোক বা পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর আপডেট করা হোক, ফি দিতে হবে ৭৫ টাকা।
বর্তমানে আধার কার্ডে নতুন মোবাইল নম্বর লিংক করা বা পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বর আপডেট করার অনলাইন পদ্ধতি চালু হয়নি। তবে খুব শীঘ্রই এই সুবিধা অনলাইনে পাওয়া যাবে। মোবাইল নম্বর লিংক বা পরিবর্তনের জন্য আপনাকে নিকটবর্তী আধার সেন্টার বা আপডেট সেন্টার এ যেতে হবে। এছাড়া কিছু পোস্ট অফিসেও আধার কার্ডের কাজ করা হচ্ছে, যেখানে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করা সম্ভব। তাহলে দেখে নিন, আপনার নিকটবর্তী কোন আধার সেন্টার বা পোস্ট অফিস এ আধার কার্ডে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করা হচ্ছে তা দেখে নিন।
নিকটবর্তী আধার সেন্টার বা কোন পোস্ট অফিসে আধার কার্ডর কাজ হচ্ছে দেখুন –
১) সর্বপ্রথম My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Locate enrolment center এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Search by PIN Code এ ক্লিক করে আপনার এলাকার PIN Code No উল্লেখ করে চেক করতে পারবেন। এছাড়াও State-wise Aadhaar Centers এ ক্লিক করে রাজ্যের নাম, জেলা, সাব ডিসট্রিক উল্লেখ করেও চেক করতে পারবেন। আর Search by Aadhaar Center এ ক্লিক করে আধার সেন্টারের নাম লিখেও সার্চ করতে পারবেন।
৪) আপনার নিকটবর্তী আধার সেন্টার সহজেই জানার জন্য Search by PIN Code এ ক্লিক করে পিন কোড নং উল্লেখ করে সার্চে ক্লিক করে দেখে নিন। কোন পোস্ট অফিস কিংবা CSC সেন্টারে আধার কার্ডের কাজ হচ্ছে।
Aadhaar Card Mobile Number Link / Updated Centre Search Link:– Click Now
Aadhaar Card Website Link:- Click Now













