শুরু হয়েছে চলতি বছরের সিবিএসই (CBSE) সিটেট (CTET) পরীক্ষার রেজিস্ট্রেশন। এবং আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
কেন্দ্রীয় সরকারী বিদ্যালয়গুলোতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য প্রতিবছর সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট ( CTET) আয়োজন করে থাকে।
গত ২৪ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়, পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) দেশের ১৩২ শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং দুটি পেপারে পরীক্ষা হবে। প্রতি পেপারে আড়াই ঘণ্টা করে পরীক্ষা নেওয়া হবে। আড়াই ঘন্টার এই পরীক্ষা মোট ২০টি ভাষায় কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
আবেদন ফি:
সাধারণ এবং ওবিসি (OBC NCL) ক্যাটাগরি প্রার্থীদের পেপার 1 জন্য ১০০০ টাকা অন্যদিকে, তাদের দুটি পেপারের জন্য দিতে হবে ১২০০টাকা। অপরদিকে, এসসি এবং এসটি ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের যে কোনো একটি পেপারে জন্য আবেদন ফি দিতে হবে ৫০০ টাকা এবং তাদের দুটি পেপারের জন্য আবেদন করতে ৬০০ টাকা দিতে হবে।
আবেদন করতে কারা পারবে জেনে নিন:
যেসব প্রার্থীরা D.El.Ed / B.Ed করেছে তারা এই পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক হওয়ার জন্য নূন্যতম ৫০ শতাংশ নম্বরসহ উচ্চমাধ্যমিক পাস এবং D.El.Ed প্রশিক্ষণ বাধ্যতামূলক। অপরদিকে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক হওয়ার জন্য স্নাতক ডিগ্রি এবং B.Ed প্রয়োজন।
প্রসঙ্গত, এসসি,এসটি ও ওবিসি প্রার্থীর জন্য ৫ শতাংশ নম্বর ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ctet.nic.in ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে আবেদন করুন।
CTET 2026 Information Bulletin Download Link:- Download Now
CTET 2026 Registration Link:- Apply Now














