Raj Bhavan Name Change: বদলে গেলো ব্রিটিশ আমলের রাজভবনের নাম এখন ‘লোকভবন’ (Lok Bhavan)

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে লোকভবন (Raj Bhavan Name Change To Lok Bhavan) করা হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমতি এবং রাষ্ট্রপতির সিলমোহরের পর শনিবার থেকে নতুন নাম কার্যকর হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শনিবার রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা দেন, ‘আজ থেকে এই রাজভবন হয়ে গেল “লোক ভবন”। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে পুরোনো ফলক খুলে নতুন ফলক লাগিয়ে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন। এর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম পরিবর্তনের কাজও শুরু হয়েছে। রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলও এখন ‘লোকভবন’।
তিনি বলেন, রাজভবন মূলত মানুষের জন্য এবং সাধারণ মানুষের দেখার জন্য খুলে গেল এর দুয়ার।

সূত্র অনুসারে জানা গেছে, ঔপনিবেশিক এই নামের সঙ্গে রাজা রাজস্বের একটা সম্পর্ক জড়িত রয়েছে‌। তাই রাজভবন নামের বদলে নতুন নাম লোকভবন করার প্রস্তাব দেন।

প্রসঙ্গত, ঐতিহাসিক এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৭৯৮ সালে, শেষ হয় ১৮০৫-এ। একসময় এটি ছিল ব্রিটিশ গভর্নর জেনারেলের বাসভবন তখন একে বলা হতো ‘লাটভবন’। ব্রিটিশ শাসনের অবসানের পর এই ভবনে থাকেন রাজ্যের গভর্নর বা রাজ্যপাল তখন নাম হয় রাজভবন। বহু বছরের সেই নামেই এবার পরিবর্তন নিয়ে এলো।