খসড়া ভোটার তালিকা প্রকাশ এবার সাত দিন পিছিয়ে ১৬ ডিসেম্বর করেছে নির্বাচন কমিশন সূত্রে খবর। আগে এটি ৯ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো ও রাজ্যের ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজের কারণে এই পরিবর্তন আনা হয়েছে।
SIR এর কাজ শুরু হতেই ডেডলাইন মেনে কাজ করতেছেন বুথ লেভেল অফিসারেরা। অতিরিক্ত কাজের চাপের জন্য রাজ্যে দুজন বিএলও আত্মহত্যা করেন। সেই আবহে সিইও দফতরে আছড়ে পড়েছিল বিএলও-দের বিক্ষোভ। বিক্ষোভ কাটার আগেই বদলে গেলো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ।
প্রসঙ্গত, এর আগে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ৯ ডিসেম্বর থাকলেও তা পিছিয়ে ১৬ ডিসেম্বর করা হয়েছে। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ৭ ফেব্রুয়ারির বদলে এবার ১৪ ফেব্রুয়ারি করা হয়েছে। এছাড়াও SIR-এর এনুমারেশন ফর্ম জমার শেষ দিন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে।
যারা এই সময়ে ফর্ম জমা দেননি, তাদের নতুন ভোটার হিসাবে ফর্ম-৬ জমা দিতে হবে।
ভোটাররা চারটি ক্যাটাগরিতে খসড়া তালিকা দেখতে পাবেন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার। যারা ফর্ম জমা দিয়েছেন, তাদের নাম তালিকায় থাকবে। মৃত বা ভুয়ো ভোটার এবং অন্যান্য কারণে বাদ পড়া নাম আলাদাভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে কমিশন সূত্রে।










