রেশন কার্ডের পরিবার বিভাজন করতে চান? এক পরিবারে অনেক রেশন কার্ড রয়েছে, তাহলে দেখুন। চালু হয়ে গেলো অনলাইন আবেদন, এখন অনলাইনে বাড়িতে বসে আবেদন করে পরিবার বিভাজন (Ration Card Family Split Online West Bengal) করতে পারবেন।
খাদ্য দপ্তরের তরফ থেকে ১৩ নং ফর্ম পূরণ অনলাইন চালু করা হলো। অনলাইনে ১৩ নম্বর ফর্ম পূরণ করলেই, আপনার পরিবার আলাদা হয়ে যাবে। অনলাইন আবেদন করার পর আর কোথাও কোনো নথি জমা করতে হবে না আবেদনকারীকে। এছাড়াও অনলাইন আবেদন করার পর অনলাইন এর মাধ্যমে আবেদনের স্থিতি (Ration Split Family Status Check Online) জানা যাবে।
রেশন কার্ডের পরিবার আলাদা করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
১) পরিবারের হেড সদস্যের আধার কার্ড ও রেশন কার্ড।
২) পরিবারের প্রধানের (Head) বসবাসের প্রমাণপত্র।
রেশন কার্ডের পরিবার পরিবর্তন অনলাইন / Ration Card Family Split Online West Bengal
১) সর্বপ্রথম খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen Home এ ক্লিক করুন। এরপর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবায় ক্লিক করুন। পরবর্তী পেজে অনলাইন আবেদন করুনে ক্লিক করুন।
৪) এরপর যে সকল সদস্যদের নিয়ে আলাদা পরিবার তৈরি করবেন, তাদের মধ্যে যেকোনো একজন সদস্যের আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে OTP Verify করে Dashboard এ আসুন।
৫) পরবর্তী পেজে অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করে, ফর্ম ১৩ এর নিচে থাকা এখানে ক্লিক করুনে ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড দেখতে পারবেন, এখন Next এ ক্লিক করে যাদের রেশন কার্ড আলাদা করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন ও Split Family তে ক্লিক করে Next করুন।
৭) পরবর্তী পেজে বাকি সদস্যদের মধ্যে যেকোনো একজন সদস্য সিলেক্ট করে তার আধার OTP Verify করে পরবর্তী পেজে ডকুমেন্টস 300KB এর মধ্যে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
Ration Card Family Alada / Split Online Apply Link:- Click Now
রেশন কার্ড পরিবার আলাদা স্ট্যাটাস চেক পদ্ধতি / Ration Card Family Split Status Check:
১) সর্বপ্রথম রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Check Status Of Ration Card Application এ ক্লিক করুন।
৩) এরপর সার্চ টাইপ থেকে আধার কার্ড সিলেক্ট করুন ও প্রথম ধাপে যার আধার কার্ড দিয়ে লগইন করে আবেদন করেছেন, তার আধার কার্ড নম্বর উল্লেখ করে OTP ভেরিফাই করুন।
৪) পরবর্তী পেজে View এ ক্লিক করে Status Check করে দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।
Ration Card Family Split Status Check Link:- Click Now
Ration Card Website Link:- Click Now

