রেশন কার্ডে থাকা নাম, ঠিকানা, জন্ম তারিখ, অভিভাবকের নাম বা অন্যান্য কোনও তথ্য ভুল রয়েছে? চিন্তার কারণ নেই। এখন এসব সংশোধন করতে আর খাদ্য দপ্তরের অফিসে ছুটতে হবে না। মাত্র কয়েক মিনিটে বাড়িতে বসেই অনলাইনে ঠিক করে নিতে পারবেন আপনার রেশন কার্ডের ভুল তথ্য। এই সুবিধা করে দিয়েছে খাদ্য দপ্তর নিজেই।
খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল থেকে এখন আবেদনকারী নিজের বা পরিবারের সকল সদস্যের রেশন কার্ডে থাকা ভুল তথ্য খুব সহজেই সংশোধন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো—সংশোধন করার সঙ্গে সঙ্গেই তথ্য আপডেট হয়ে যাবে। এর জন্য অপেক্ষা করতে হবে না, এমনকি অফিসের আলাদা কোনো অনুমোদনেরও প্রয়োজন হবে না।
তাহলে দেরি না করে দেখে নিন আজকের প্রতিবেদনে, কীভাবে অনলাইনে রেশন কার্ডের ভুল তথ্য সংশোধন করবেন। যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন করবেন, তার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিংক করা থাকতে হবে। এছাড়াও জানিয়ে দেওয়া ভালো, আধার কার্ডে থাকা তথ্যই দিয়েই রেশন কার্ড সংশোধন করতে পারবেন অনলাইনে। এরজন্য অবশ্যই আবেদনকারীর আধার কার্ডে থাকা নাম, ঠিকানা ও জন্ম তারিখ ইত্যাদি বিষয়গুলো সঠিক থাকতে হবে।
রেশন কার্ড সংশোধন হয়ে গেলে, সাথে সাথেই আপনি সংশোধিত রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন থেকে ডাউনলোড করা e Ration Card আপনি যেকোনো জায়গায়, যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে রেশন কার্ড সংশোধন করবেন ও নতুন মোবাইল নাম্বার রেশন কার্ডে যুক্ত করবেন।
রেশন কার্ড সংশোধন অনলাইন – নাম, ঠিকানা, অভিভাবক নাম, জন্ম তারিখ ইত্যাদি। দেখুন পদ্ধতি –
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) Food & Supplies এর অফিসিয়াল পোর্টালে থাকা Citizen’s Home লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে থাকা Ration Card Related Corner এ ক্লিক করে Self Service of Ration Card লেখার উপরে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে বিভিন্ন অপশন দেখতে পারবেন, সেখানে থাকা Rectify your Ration Card Details (Rectify /Update) এই লেখার উপরে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন করতে চাচ্ছেন, সেই ব্যক্তির রেশন কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৬) এখন রেশন কার্ডে থাকা কি কি ভুল সংশোধন করতে চান ( নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম) তার পাশে থাকা বক্সে টিক মার্ক করুন।
৭) এরপর নিচের বক্সে আধার কার্ড নম্বর উল্লেখ করুন। আগে থেকে আধার কার্ড নম্বর উল্লেখ থাকলে শুধু আধার অথেনটিকেশন বক্সে টিক মার্ক করে Send OTP তে ক্লিক করুন ও আধার OTP ভেরিফাই করুন।
৮) পরবর্তী পেজে আধার কার্ডের তথ্য দেখতে পারবেন ঠিক থাকলে Verify এ ক্লিক করুন। যদি অভিভাবকের নাম সংশোধন করতে চান তা উল্লেখ করে সাবমিট করলেই রেশন কার্ড সংশোধন হয়ে যাবে। এখন অনলাইন থেকে সংশোধিত রেশন কার্ড ডাউনলোড করে নিন।
Ration Card Correction Online Link:- Click Now
রেশন কার্ডে মোবাইল নম্বর লিংক কিংবা পরিবর্তন – Ration Card Mobile Number Link / Update Online –
১) সর্বপ্রথম আপনাকে Department of Food & Supplies এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen’s Home এ ক্লিক করে Ration Card Related Corner এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Self Service of Ration Card এ ক্লিক করুন। এরপর Update mobile number of your ration card ( Update Mobile) এ ক্লিক করুন।
৪) এরপর যে ব্যক্তির রেশন কার্ডে মোবাইল নম্বর লিংক করতে চাচ্ছেন, তার রেশন কার্ড নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এরপর আধার অথেনটিকেশন সম্পন্ন করুন অর্থাৎ আধার বক্সে টিক মার্ক করে আধার OTP Verify করুন।
৬) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড নম্বর দেখতে পারবেন। যদি আগে থেকে কোনো নাম্বার লিংক থাকে তা দেখতে পারবেন। এছাড়াও সেই নাম্বার সরাতে চাইলে Delink Exiting Mobile Number এ ক্লিক করুন। আর নতুন নম্বর লিংক করার জন্য Add New Mobile Number এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে নতুন নাম্বার বসিয়ে দিয়ে Send OTP তে ক্লিক করুন। এরপর নতুন নাম্বারে আসা OTP উল্লেখ করতেই মোবাইল নাম্বার লিংক হয়ে যাবে ও লেখা চলে আসবে – Your data successfully Updated।
Ration Card Mobile Number Link / Update Website Link:– Click Now
রেশন কার্ড অনলাইন ডাউনলোড – Ration Card Download Online West Bengal
১) রেশন কার্ড অনলাইন ডাউনলোড করার জন্য সর্বপ্রথম খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর খাদ্য ও সরবরাহ বিভাগের হোম পেজে নিচে থাকা E-RATION CARD এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click To Download e Ration Card এ ক্লিক করুন।
৪) যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চান, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বার উল্লেখ করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ড দেখতে পারবেন। এখানে রেশন কার্ড ২ ভাবে OTP verify করে ডাউনলোড করতে পারবেন। নিচে উল্লেখিত নাম্বারের OTP Verify করে কিংবা আধার কার্ডে থাকা মোবাইল নাম্বার লিংকে OTP ভেরিফাই করে।
৬) OTP Verify করতেই আপনার সামনে পরিবারের সকল রেশন কার্ড ডাউনলোডের অপশন খুলে যাবে। এখন নামের পাশে থাকা ডাউনলোডে ক্লিক করে রেশন কার্ড ডাউনলোড করে নিন।
e Ration Card Download Link:- Click Now
Ration Card Website Link:- Click Now

