Instant Loan App 2026: ডকুমেন্টস ছাড়াই মোবাইল দিয়ে ৫ মিনিটে ১ হাজার থেকে ২ লক্ষ টাকা লোন নিন, দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বর্তমান দিনে স্মার্টফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে লোন (Laon App)। লোন পাওয়া এখন খুবই সহজ হয়ে গেছে। বর্তমানে বাজারে অসংখ্য অনলাইন লোন অ্যাপ রয়েছে, যেখান থেকে কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করলেই তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে লোনের টাকা। আর সেই টাকা সরাসরি ট্রান্সফার করা যাচ্ছে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে সুবিধার পাশাপাশি রয়েছে প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি। তাই লোন অ্যাপ ব্যবহারের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত জরুরি। যে মোবাইল অ্যাপ থেকে লোনের জন্য আবেদন করবেন, দেখতে হবে সেই মোবাইল লোন অ্যাপটি RBI Approved NBFC-এর সাথে তালিকাভুক্ত কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে সেই অ্যাপ থেকে লোনের (Best Loan App) জন্য আবেদন জানাতে পারবেন।

আজকের প্রতিবেদনে আপনাদেরকে একটি RBI অনুমোদিত NBFC-এর সঙ্গে তালিকাভুক্ত লোন মোবাইল অ্যাপ পরিচয় করিয়ে দিচ্ছি। এই অ্যাপের মাধ্যমে আপনি কোনো কাগজপত্র কোথাও পাঠানো বা অফিসে জমা দেওয়ার ঝামেলা ছাড়া ঘরে বসেই আপনার স্মার্টফোন ব্যবহার করে লোনের জন্য আবেদন করতে পারবেন।

যদি আপনার টাকার প্রয়োজন পড়ে, তাহলে এই লোন অ্যাপ থেকে ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan App) নিতে পারবেন। আপনার আবেদন মাত্র ৫ মিনিটে এপ্রুভ হয়ে (Instant Loan App) যাবে, এবং এরপর সেই টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। লোনের জন্য আবেদন করার জন্য শুধুমাত্র eKYC সম্পন্ন থাকতে হবে।

আজকে আমরা পরিচয় করব একটি জনপ্রিয় লোন অ্যাপের সঙ্গে—True Balance। এই অ্যাপের মাধ্যমে আপনি দুটি ধরনের লোন নিতে পারবেন:

  • Level Up Loan: ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত।
  • Cash Loan: ৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত।

সবচেয়ে ভালো কথা হলো, কোনো ডকুমেন্ট জমা দেওয়ার বা কোথাও পাঠানোর ঝামেলা নেই। সবকিছু আপনি করতে পারবেন সরাসরি আপনার স্মার্টফোন থেকে।

১ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন পদ্ধতিঃ-

১) সর্বপ্রথম আপনাকে True Balance অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিচে উল্লেখিত লিংকে ক্লিক করলেই সরাসরি Play Store নিয়ে আসবে, এরপর অ্যাপটি ডাউনলোড করুন।

২) অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে, এরপর মোবাইল নম্বর বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করুন।

৩) এরপর Cash Loan কিংবা Level Up Loan এ ক্লিক করে প্যান কার্ড ও আধার কার্ড নম্বর উল্লেখ করে eKyc সম্পন্ন করুন।

৪) এরপর কত টাকা লোনের প্রয়োজন ও কত মাসের জন্য দরকার তা সিলেক্ট করতেই, কত টাকা করে কিস্তি দিতে হবে ও কত টাকা সুদের হার তা দেখতে পারবেন।

৫) এরপর সবকিছু পূরন করে সাবমিট করলেই লোন এপ্রুভ হয়ে যাবে। লোন এপ্রুভ হলে অ্যাপের হোম পেজে লোনের টাকা দেখতে পারবেন, এরপর টাকা সরাসরি সেখান থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন।

৬) এছাড়াও লোনের টাকা অ্যাপের হোম পেজে থাকা অপশন থেকে পরিশোধ ও করতে পারবেন। লোন নেওয়ার আগে অবশ্যই লোনের শর্তাবলি দেখে নিয়ে আবেদন করুন।

True Balance Loan App Download Link:- Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।