Indian Railway Fare Hike 2025: ২৬ ডিসেম্বর থেকে কোন ট্রেনে কত টাকা ভাড়া বাড়ছে? তাড়াতাড়ি দেখুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার যাতায়াতের সঙ্গী কি ট্রেন? তাহলে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর।  ভারতীয় রেলওয়ে ঘোষণা করেছে ট্রেনের ভাড়া কাঠামোয় পরিবর্তন।  এই পরিবর্তন আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।  চলুন, জেনে নেওয়া যাক নতুন ভাড়া কাঠামো অনুযায়ী কত টাকা বৃদ্ধি পেয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, যেসব যাত্রী লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের ক্ষেত্রে ভাড়া কোনো পরিবর্তন হচ্ছে না।  এছাড়াও মান্থলি সেশন টিকিটের দামও বৃদ্ধি পাচ্ছে না।  সাধারণ কোচে (Ordinary Class) ২১৫ কিলোমিটারের মধ্যে যাতায়াত করলে আগের মতোই ভাড়া দিতে হবে।  তবে ২১৫ কিলোমিটারের বেশি যাতায়াত করলে প্রতি অতিরিক্ত কিলোমিটারের জন্য এক পয়সা ভাড়া বাড়বে।  মেইল ও এক্সপ্রেস ট্রেনে (Mail/Express Train) যাতায়াত করলে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারের জন্য দুই পয়সা করে ভাড়া বৃদ্ধি পাবে।

রেলওয়ের তরফ থেকে আরও জানানো হয়েছে, যেসব যাত্রী নন-এসি কামরায় ৫০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত ১০ টাকা ভাড়া দিতে হবে। রেলওয়ের দাবি, এই ভাড়া কাঠামোর পরিবর্তনের মাধ্যমে বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে।

~Highlight~

  • ভারতীয় রেলওয়ের নতুন ভাড়া কাঠামো কার্যকর হবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে
  • লোকাল ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের ভাড়ায় কোনো পরিবর্তন নেই
  • মান্থলি সেশনের টিকিটের ভাড়াও বাড়ছে না।
  • জেনারেল কোচে (Ordinary Class) ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রায় ভাড়া অপরিবর্তিত।
  • জেনারেল কোচে ২১৫ কিলোমিটারের বেশি যাত্রায় প্রতি কিলোমিটারে ১ পয়সা ভাড়া বৃদ্ধি।
  • মেইল ও এক্সপ্রেস ট্রেনে (Mail/Express Train) নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়বে।
  • নন-এসি কামরায় ৫০০ কিলোমিটার বা তার বেশি যাত্রায় অতিরিক্ত ১০ টাকা দিতে হবে।
  • ভাড়া কাঠামোর এই পরিবর্তনের মাধ্যমে রেলওয়ের প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত আয় হবে বলে দাবি।
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।