ভগবানপুরে লাইভ শোয়ে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তা, অভিযুক্ত চার দিনের পুলিশ হেফাজতে

MD 360 NEWS
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার ঘটনা নিছক একটি অপ্রীতিকর পরিস্থিতি নয়।  বাঙালির সাংস্কৃতিক উত্তরাধিকার ও আত্মপরিচয়ের চিহ্ন হলো সঙ্গীত, যেখানে শিল্পীকে স্বাধীনভাবে গান গাইতে দেওয়া উচিত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সম্প্রতি ভগবানপুরে লাইভ শো চলাকালীন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে ‘জাগো মা’ গান গাওয়ার সময় হেনস্তার অভিযোগ উঠে, আসলে ওই ঘটনায় পরেই অভিযুক্ত মেহেবুব‌ মল্লিককে গ্রেফতার করে পুলিশ।  অভিযুক্ত ব্যক্তি সেই স্কুলেরই মালিক।  গ্রেফতারের পর মেহেবুব মল্লিককে চার দিনের পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন কাঁথি এসিজেএম আদালত।

এছাড়াও জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২), ৭৪, ৭৯ ও ৩৫১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।  পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই হেনস্তার ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে সোরগোল।  এ ছাড়া কাঁথির বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অসীম মিশ্র দাবি করেন, অভিযুক্ত মেহেবুব‌ মল্লিক তৃণমূলের সঙ্গে যুক্ত।  বিজেপির দাবি কে অমান্য করে পাল্টা জবাব দেন তৃণমূল, অভিযুক্ত ব্যক্তি আর দলের কোনও বর্তমান সাংগঠনিক সম্পর্ক নেই।

Share This Article