মাসিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন আশা কর্মীরা। ৮ দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আশা কর্মীরা।
আশা কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে দাবি করার কথা তুলে ধরা হলেও তা বাস্তবায়ন না করায় আশা কর্মীরা বেতন সহ বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন।
তাদের দাবি ন্যূনতম মাসিক ভাতা ১৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে সরকারি তরফে এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন ভাতা ও ইনসেন্টিভ অবিলম্বে মেটানোর দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন আশাকর্মীরা।
কোথাও মেলা অনুষ্ঠান থেকে শুরু সবখানেই যেতে হচ্ছে আশা কর্মীদের দিনের পর দিন বেড়েই চলেছে কাজের পরিমাণ অথচ মাসের শেষে বেতন মিলে মাত্র পাঁচ হাজার দুই শত পঞ্চাশ টাকা। এছাড়াও দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন ভাতা ও ইনসেন্টিভ অবিলম্বে মেটানোর দাবি করে। এবং বকেয়া ইন্সেন্টিভের টাকা গত এক বছর যাবত ঠিকমত না পাওয়ার অভিযোগ করেছেন আশাকর্মীরা।
এদিন রঘুনাথগঞ্জ ২ ব্লকের আশা কর্মী সংগঠনের নেত্রী মাজকুরাতুন নেশা জানান, কোনও ছুটি নেই। অথচ দিনের পর দিন আমাদের কাজের চাপ বেড়েই চলেছে৷ যদিও অনির্দিষ্টকালের জন্য তাঁরা কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে। কিন্তু তাদের দাবি পূরণ না হলে এরপরও কর্মবিরতি পালন করবে বলে জানান।
প্রসঙ্গত, এর আগে রাজ্য সরকার আশাকর্মীদের স্মার্টফোন কেনার জন্য মাথাপিছু দশ হাজার টাকা দেওয়া হয়েছে। যদিও এই ফোন ব্যবহারে রয়েছে দিকনির্দেশনা, কর্মীরা পারবে না তাদের ব্যক্তিগত জীবনে কোন কিছুর জন্য ব্যবহার করতে। এসব দাবিকে সামনে রেখে কর্মবিরতি নামছে পশ্চিমবঙ্গ আশা কর্মী সংগঠন।

