PVC Aadhar Card Order Online Apply: PVC আধার কার্ড অর্ডার করার নতুন পদ্ধতি ২০২৬, কিভাবে অর্ডার দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

PVC Aadhaar কার্ড পেতে এখন অর্ডার করতে হবে নতুন নিয়মে।  আগে My Aadhaar পোর্টালের হোম পেজ থেকেই Order Aadhaar PVC Card অপশন পাওয়া যেত। কিন্তু বর্তমানে PVC Aadhaar Card অর্ডার করতে হলে My Aadhaar পোর্টালে লগইন করা বাধ্যতামূলক করা হয়েছে।  এই নতুন নিয়মে কীভাবে সহজেই PVC Aadhaar Card অর্ডার করবেন, তা ধাপে ধাপে নিচে বিস্তারিতভাবে জানানো হলো।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

PVC Aadhaar Card অর্ডার করার জন্য অনলাইনে মাত্র ৫০ টাকা পেমেন্ট করতে হবে।  পেমেন্ট সম্পন্ন হওয়ার পর সাধারণত ৭ থেকে ৯০ দিনের মধ্যে আপনার আধার কার্ডে উল্লেখিত ঠিকানার পোস্ট অফিসের মাধ্যমে PVC Aadhaar Card ডেলিভারি করা হবে।  তবে অনেকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা নেই।  সে ক্ষেত্রে কীভাবে মোবাইল নম্বর লিংক না থাকলেও PVC Aadhaar Card অর্ডার করবেন নতুন নিয়মে, চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

PVC Aadhaar Card Order Online Step By Step –

১) সর্বপ্রথম আপনাকে আধারের পোর্টাল My Aadhaar পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচে উল্লেখিত লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Log In এ ক্লিক করে আধার কার্ড নম্বর ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন। এরপর আধার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে তা উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর হোম পেজে থাকা Service অপশনের মধ্যে Order Aadhaar PVC Card এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে দুটো অপশন দেখতো পারবেন। একটি Self, অপরটি Others।

Self – যে ব্যাক্তির আধার নম্বর দিয়ে লগইন হয়েছে, সে নিজে PVC Aadhaar Card অর্ডার করতে চাইলে Self সিলেক্ট করবে।

Others – এখানে ক্লিক করে আপনি পরিবারের কিংবা যেকোনো ব্যক্তির আধার কার্ড নম্বর ও একটি যেকোনো চালু নম্বর বসিয়ে দিয়ে সেই ব্যক্তির PVC Aadhaar Card অর্ডার করতে পারবেন।

৫) Self বা Others আপনি আপনার দরকার মতো অপশন চয়েসে করে Next ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে Payment এর T&C বক্সে টিক মার্ক করুন ও Make Payment এ ক্লিক করুন।

৬) এরপর Payment করতে হবে ৫০ টাকা অয়া অনলাইনে। আপনি UPI Id, Debit Card, Credit Card, Net Banking, QR Code স্ক্যান ইত্যাদি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

৭) পেমেন্ট হয়ে গেলে পেমেন্ট এর রিসিভ কপি পাবেন, এরপর সেটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিন। এছাড়াও হোম পেজে My Online Request থেকে দেখতে পারবেন PVC Card এর স্ট্যাটাস সবকিছু। কার্ড পোস্ট অফিসে পাঠিয়েছে নাকি এখনো কার্ড তৈরি হয়নি ইত্যাদি সমস্ত তথ্য।

PVC Aadhaar Card Online Order Link:Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।