উত্তরপ্রদেশের বাঘপত জেলার এক গ্রামে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও হাফ প্যান্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এদিন ছেলে-মেয়েদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
বলা হয়েছে, পশ্চিমা সংস্কৃতি রুখতে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষা করতে বাঘপতের খাপ পঞ্চায়েত ছেলে-মেয়েদের মোবাইল ব্যবহার ও হাফ প্যান্ট পরা নিষিদ্ধ করেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় ব্রজপাল সিং বলেন, মেয়েরা ছোট পোশাকে ঘুরতে পারবে না ছেলেরা ছোট পোশাক পরে দিব্যি ঘুরবে-ফিরবে! এই ‘অসাম্য’ দূর করতেই এবার ছেলে ও মেয়ে উভয়ের পোশাকের উপরেও বিধিনিষেধ জারি করে। ব্রজপাল আরও বলেন, ছেলে-মেয়ে উভয় একই মায়ের গর্ভ থেকে জন্মেছে। এছাড়াও ছেলে মেয়েদের ১৮ থেকে ২০ বছর বয়সের আগে মোবাইল ফোনের প্রয়োজন নেই বলে জানান এবং তাদের পরিবর্তে তাদের পরিবারের সাথে সময় কাটানো উচিত।
কয়েকদিন আগেও রাজস্থানের জেলোরে সেখানকার ১৫টি গ্রামের পঞ্চায়েত মিলে এলাকায় এক বৈঠকে মহিলাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে বিধিনিষেধ আরোপ করে। গোটা বিশ্ব যেখানে প্রযুক্তি এগচ্ছে, মোদীর ভারত যখন ‘ডিজিটাল ইন্ডিয়ার’ কথা বলে তখন সমাজে এসব বিধিনিষেধ আরোপ।
সম্প্রতি উত্তর প্রদেশের বাঘপত জেলার খাপ পঞ্চায়েতে ছেলে মেয়েদের উপর মোবাইল ও হাফ-প্যান্ট পরা নিষেধাজ্ঞার উপর সবর বিভিন্ন মহল।

