Begum Khaleda Zia: প্রয়াত বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,তাঁর শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন ছিল?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।  বাংলাদেশের জনগণের কাছে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকন। 

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যদিও দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতায় ভুগছিলেন।  এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে দেশ বিদেশের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।

খালেদা জিয়াকে ঘিরে দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতি মামলা চললে জীবনের শেষ পর্যায়ে তাঁকে জেল হাজতে থাকতে হয়েছিল।  বাংলাদেশের গণঅভ্যুত্থান হ‌ওয়ার ফলে‌ তার সমস্ত মামলা থেকে মুক্তি দিয়ে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন।  ১৯৯১ সাল থেকে তিন দফায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জানা যায়।  খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম।  ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত জিয়াউর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।

উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা সরকারের সময় অন্তত ১৮ বার তাঁর বিদেশে চিকিৎসার আবেদন করলে তা‌ নাকচ করে দিয়েছিলো।  তবে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানুয়ারি মাসে অনুমতি দিলে, যুক্তরাজ্যে থেকে চিকিৎসা শেষে তিনি গত মে মাসে দেশে ফিরে আসে।

তবে ভারতের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো ছিলনা দুদেশের মধ্যকার সুসম্পর্ক স্থাপনের যে প্রয়াস করেছে ভারত।  এ ছাড়া শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামি লিগের সঙ্গে দিল্লির সম্পর্কের ঘনিষ্ঠতার কথা কারোর অজানা নয়।  তুলনায় বিএনপির সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল যথেষ্টই শীতল।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।