BDO অফিসে সরকারি চাকরি,পরীক্ষা ছাড়াই ১৩ হাজার টাকা মাসে। আবেদন করুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে আরও একটি সরকারি চাকরির নোটিশ বের হলো। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে বিডিও অফিসে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন। দেখুন কিভাবে আবেদন করবেন ও কত টাকা করে মাসিক বেতন রয়েছে…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– DEO (ডাটা এন্ট্রি অপারেটর)
যোগ্যতাঃ– গ্রাজুয়েশন ও সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
বেতনঃ– প্রতি মাসে ১৩ হাজার টাকা করে।
বয়সঃ– আবেদন কারীর বয়স থাকতে হবে ১৮ বছরের উপরে।

শূন্যপদঃ– মোট ১ টি শূন্যপদ।

আবেদন পদ্ধতিঃ- আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইনে। আবেদন আগে থেকে পাঠাতে হবে না।ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট দিনে নিচের ডকুমেন্টস গুলো অরিজিনাল ও জেরক্স করে(সেল্ফ এটাস্টেড) নিয়ে যেতে হবেঃ-
1) Bio Data
2) মাধ্যমিক এডমিট কার্ড
3) মার্কশীট ও সার্টিফিকেট
4) আধার কার্ড
5) ভোটার কার্ড
6) কম্পিউটার সার্টিফিকেট।

ইন্টারভিউ তারিখঃ– ০৩/১১/২০২১ সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে হবে।

নিয়োগের স্থান ও ইন্টারভিউ স্থানঃ– Government of West Bengal Office of the Block Development officer Kalna-II Development Block, Singerkone, Purba Bardhaman.

আরও চাকরি খবর দেখুনঃClick


অফিসিয়াল ওয়েবসাইটঃক্লিক
অফিসিয়াল নোটিফিকেশনঃDownload