ইডি তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও প্রতিষ্ঠানের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ইডির দায়ের করা মামলার শুনানি আজ, বুধবার দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। ইডির মামলার পাশাপাশি তৃণমূলের পাল্টা মামলারও শুনানি একসঙ্গে হবে বলে জানা গিয়েছে।
গত শুক্রবার একই মামলার শুনানির দিন ছিল আদালতে কিন্তু অতিরিক্ত ভিড় ও হই–হট্টগোলের জেরে শুনানি স্থগিত করে দেয় বিচারপতি। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে হাইকোর্ট কোর্টরুমে প্রবেশের ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।
এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, মামলার সঙ্গে যুক্ত এবং তাঁদের আইনজীবী ছাড়া অন্য কোনও ব্যক্তি এজলাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। শুনানির সঙ্গে যুক্ত নন, এমন কেউ অংশ নিতে চাইলে তাঁকে শুনানির লাইভ সম্প্রচার দেখতে হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যে ইডির কাজে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি সুপ্রিম কোর্টে গিয়েছেন আর্টিকেল ৩২ এ মামলা করতে, পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ জানিয়েছে।
