শিলিগুড়ির মাটিগাড়ায় রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির, শুক্রবার শিলান্যাসে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

শিলিগুড়ির মাটিগাড়ায় রাজ্যের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি।  ঐতিহাসিক অনুষ্ঠানে নিজ হাতে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরটি তৈরি হবে ১৭ একর জমির ওপর, যার দিকে তাকিয়ে আছে উত্তরবঙ্গের বাসিন্দারা।  শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের নকশা প্রকাশ করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মহাকাল মন্দিরটি গড়ে উঠবে শিলিগুড়ি শহরের লাগোয়া উজানু মৌজায়।  এলাকাটি মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে।  সংশ্লিষ্ট জমির এক পাশে রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক, পাশাপাশি রেললাইন ও চামটা নদী।  প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭.৪১ একর জমির ওপর এই মন্দির ও একটি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র তৈরি হবে।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।