শিলিগুড়ির মাটিগাড়ায় রাজ্যের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে আগামী শুক্রবার, ১৬ জানুয়ারি। ঐতিহাসিক অনুষ্ঠানে নিজ হাতে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরটি তৈরি হবে ১৭ একর জমির ওপর, যার দিকে তাকিয়ে আছে উত্তরবঙ্গের বাসিন্দারা। শিলান্যাসের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরের নকশা প্রকাশ করবেন।
মহাকাল মন্দিরটি গড়ে উঠবে শিলিগুড়ি শহরের লাগোয়া উজানু মৌজায়। এলাকাটি মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে। সংশ্লিষ্ট জমির এক পাশে রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক, পাশাপাশি রেললাইন ও চামটা নদী। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭.৪১ একর জমির ওপর এই মন্দির ও একটি সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র তৈরি হবে।

