আই-প্যাক মামলায় তৃণমূলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে একই বিষয়ে মামলা চলমান থাকার জন্য আদালত জানিয়েছে, মামলাটি আপাতত মুলতুবি করা হচ্ছে। তবে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পর পুনরায় দেখা হবে।
আজ বুধবার দুপুর পৌনে তিনটে নাগাদ বিচারপতি ঘোষের এজলাসে মামলা শুরু। এ’ দিন এজলাসে তৃণমূলের আইনজীবী মেনকা গুরুস্বামী অভিযোগ করে, ইডি তাদের দলীয় গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে। যদিও ইডি’র আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানিয়েছেন, কয়লা দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে তারা আই-প্যাকের (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার অফিস থেকে কোনো নথি বাজেয়াপ্ত করেনি। যা নথি নেওয়া হয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ইডির থেকে কেড়ে নিয়েছে। দুপক্ষের কথা শোনার পর
বিচারপতি শুভ্রা ঘোষ বলেন তৃণমূলের মামলাটির খারিজ করা হল। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা চলমান হওয়ায় ইডির মামলা আপাতত মুলতুবি থাকবে। সুপ্রিম কোর্টের শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টে পুনরায় শুনানি হবে। যদিও তৃণমূল পক্ষে জোরালো দাবি উঠে তৃণমূল পক্ষ জানিয়েছেন সুপ্রিম কোর্টে ইডি যে মামলা করেছে, সেখানে তৃণমূলকে পক্ষ করা হয়নি। তাই সেই মামলা দেখিয়ে হাইকোর্টে তাদের আবেদন খারিজ করা ঠিক নয়।
উল্লেখ্য, ইডির তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে ইডি আধিকারিকরা। এছাড়াও এই মামলার পাশাপাশি ইডি সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন।
