Census Of India 2027: শুরু হতে চলেছে দেশজুড়ে জনগণনা, পরিবারপিছু ৩৩টি প্রশ্ন করবে সরকার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
6 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দেশজুড়ে শুরু হতে চলেছে আগামী জনগণনার প্রস্তুতি।  ২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ইতিমধ্যেই প্রকাশ করেছে ৩৩টি প্রশ্নের তালিকা।  এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে দেশের প্রতিটি পরিবারকেই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের জনগণনা হবে দুটি ধাপে।  প্রথমে শুরু হবে প্রস্তুতিপর্ব, যা চলবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।  এরপর ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সম্পন্ন হবে বাড়ির তালিকা গণনার কাজ।

সবশেষে, ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে মূল জনসংখ্যা গণনা। সেই সময় বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কর্মীরা আপনাদের থেকে পরিবারের বিভিন্ন সংগ্রহ করবে।  এছাড়াও তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল এবং অফলাইন পদ্ধতিতে, যা আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে করতে পারবেন ঘরে বসেই।

২০২৭ সালের জনগণনায় বাড়ি বাড়ি গিয়ে যে ৩৩টি প্রশ্ন করবে আপনাকে কী জন্য জেনে নিন—

১) আপনার বাড়ির নম্বর (পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা আদমসুমারির নম্বর)

২) সেনসাস হাউস নম্বর
বাড়ির ধরন, উপকরণ এবং অবস্থা সম্পর্কিত বিষয়
৩) বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা
৪) বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি

৫) বাড়ির ছাদ কী দিয়ে তৈরি

৬) আপনার বাড়ি কী কাজে ব্যবহার করা হয়। যেমন- আপনার বাড়ি থাকার জন্য নাকি বানিজ্যিক কোন কাজে ব্যবহার হয়।

৭) বাড়ির বর্তমান অবস্থা কেমন

৮)পরিবারে মোট কতজন সদস্য রয়েছেন?
এই প্রশ্নের মাধ্যমে পরিবারের মোট সদস্য সংখ্যা নথিভুক্ত করা হবে।

৯) পরিবারের কতজন সদস্য বর্তমানে ওই বাড়িতেই বসবাস করেন?
যাঁরা স্থায়ীভাবে ওই বাড়িতে থাকেন, তাঁদের সংখ্যা জানাতে হবে।

১০) পরিবারের প্রধানের নাম কী?
পরিবারের দায়িত্বে থাকা ব্যক্তির নাম জানাতে হবে সেনসাস কর্মীদের।

১১) পরিবারের প্রধানের লিঙ্গ কী?
পরিবার প্রধান পুরুষ, মহিলা অথবা অন্য কোনও লিঙ্গের অন্তর্ভুক্ত কি না, সেই তথ্য সংগ্রহ করা হবে।

১২) পরিবারের প্রধান তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), OBC নাকি অন্যান্য শ্রেণির অন্তর্ভুক্ত?
এই প্রশ্নের মাধ্যমে পরিবার প্রধানের সামাজিক শ্রেণিভুক্তির তথ্য নথিভুক্ত করা করবে।

১৩) বাড়ির মালিকানার অবস্থা কী ?
বাড়িটি নিজস্ব, ভাড়া, সরকারি বরাদ্দ নাকি অন্য কোনও ব্যবস্থায় বসবাস করা হচ্ছে তা জানাতে হবে।

১৪) পরিবার মোট কতগুলি ঘর ব্যবহার করে?
এরমাধ্যমে বসবাসের জন্য ব্যবহৃত ঘরের সংখ্যা নথিভুক্ত করা হবে।

১৫) পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত?
আপনার বাড়িতে থাকা বিবাহিত দম্পতির মোট সংখ্যা জানতে চাওয়া হবে।

১৬) পানীয় জলের প্রধান উৎস কী?
নলকূপ, পাইপলাইন, কুয়ো, ট্যাঙ্কার বা অন্য কোনও উৎস থেকে পানীয় জল পাওয়া হয় কি না, তার তথ্য সংগ্রহ করা হবে।

১৭) পানীয় জলের উৎস কতটা সহজলভ্য?
এই তথ্যের মাধ্যমে জানতে চাওয়া হবে আপনার বাড়ির মধ্যেই জল পাওয়া যায়, নাকি বাইরে থেকে আলাদা করে জল সংগ্রহ করতে হয়।

১৮) বাড়িতে আলোর প্রধান উৎস কী?
বিদ্যুৎ, সৌরশক্তি, কেরোসিন বা অন্য কোনও উৎস ব্যবহার করা হয় কি না, তা জানতে চাইবে সেনসাস কর্মীরা।

১৯) বাড়িতে শৌচাগারের সুবিধা আছে কি না?
পরিবারের নিজস্ব শৌচাগার রয়েছে কি না সেই তথ্য জানাতে হবে।

২০) শৌচাগারের ধরন কী?
ফ্লাশ, পিট ল্যাট্রিন বা অন্য কোনও ধরনের শৌচাগার ব্যবহৃত হয় কি না, তা জানাতে হবে সেনসাস কর্মীদের।

২১) বাড়ির বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা কেমন?
নর্দমা, সেপটিক ট্যাঙ্ক বা অন্য কোনও নিষ্কাশন ব্যবস্থা রয়েছে কি না, তার তথ্য নিবে সেনসাস কর্মীরা।

২২) স্নানের সুবিধা কতটা সহজলভ্য?
বাড়ির ভিতরে স্নানের আলাদা ব্যবস্থা রয়েছে কি না, তা জানতে চাইবে সেনসাস কর্মীরা।

২৩) বাড়িতে রান্নাঘর এবং এলপিজি/পিএনজি সংযোগের সহজলভ্যতা কেমন?
রান্নাঘর রয়েছে কি না এবং সেখানে এলপিজি বা পিএনজি সংযোগ আছে কি না, সেই তথ্য সংগ্রহ করবে সেনসাস কর্মীরা।

২৫) বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কি না?
পরিবারের কাছে রেডিও বা ট্রানজিস্টার রয়েছে কি না, সেই তথ্যও জানতে চাইবে।

২৬) বাড়িতে টেলিভিশন রয়েছে কি না?
পরিবারের নিজস্ব টেলিভিশন( TV) আছে কি না, সে তথ্যও জানতে চাইবে।

২৭) বাড়িতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে কি না?
মোবাইল ডেটা বা ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট সংযোগ রয়েছে কি না, তার তথ্যও জানতে চাইবে।

২৮) বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কি না?
আপনার বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহৃত হয় কি না, তাও জানতে চাইবে।

২৯) পরিবারে টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কি না?
যোগাযোগের জন্য কোন কোন ধরনের ফোন ব্যবহৃত হয়, সেই তথ্য নেওয়া হবে।

৩০) পরিবারে সাইকেল, স্কুটার বা মোটরসাইকেল রয়েছে কি না?
দু’চাকা যানবাহনের তথ্য জানতে চাইবে।

৩১) পরিবারে গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কি না?
চার চাকা বিশিষ্ট যানবাহন রয়েছে কি না, তা জানতে চাইবে কর্মীরা।

৩২) পরিবারে ব্যবহৃত প্রধান খাদ্যশস্য কী?
চাল, গম বা অন্য কোনও খাদ্যশস্য প্রধানত ব্যবহৃত হয় কি না, সেই তথ্যও জানতে চাইবে।

৩৩) যোগাযোগের জন্য মোবাইল নম্বর
শুধুমাত্র জনগণনা সংক্রান্ত প্রয়োজনীয় যোগাযোগের উদ্দেশ্যে একটি মোবাইল নম্বর সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

জনগণনা শুরু হওয়ার আগে এই বিষয়গুলি সম্পর্কে আগে থেকেই জেনে রাখা প্রয়োজন।  সেই সুবিধার্থেই এমডি ৩৬০ নিউজ আপনাদের জন্য সহজ ও সরল ভাষায় এই তথ্যগুলি উপস্থাপন করছে।  তথ্য গুলো সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।