১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা ৩টি ধাপে চেক করুন – West Bengal Final Voter List 2026 Check

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামী ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট।  ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবো কিনা চেক করে দেখুন ৩টি ধাপে।  এখন সহজেই অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই জানতে পারবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের চলছে ভোটার এসআইআর এর হেয়ারিং বা শুনানি পর্ব। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় প্রায় ১ কোটির কাছাকাছি ভোটারদের তথ্যগত অসঙ্গতির কারনে নোটিশ পাঠানো হয়েছে।  ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার জন্য ভোটারদের কিংবা বাড়িতে অনুপস্থিত থাকলে পরিবারের অভিভাবকদের উক্ত ভোটারের হয়ে হেয়ারিং এ উপস্থিত হতে পারবেন।  হেয়ারিং এ উপস্থিত হয়ে উপযুক্ত নথি জমা করলেই ফাইনাল ভোটার লিস্টে নাম নিশ্চিত উঠে যাবে ভোটারের।

আজকের প্রতিবেদনে দেখে নিন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রকাশিত ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে কিনা।  আপনি ৩ টি ধাপে সহজেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার এর মাধ্যমে সহজেই চেক করতে পারবেন ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা।  নিচে ধাপে ধাপে ৩টি পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে।

ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা, চেক করুন – প্রথম ধাপ

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।  আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) ভোটার সার্ভিস পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে লগইন এ ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর ও ওটিপি ভেরিফাই করে লগইন করুন।  আর নতুন হলে সাইন আপে ক্লিক করে মোবাইল নম্বর, নাম ও ওটিপি ভেরিফাই করে রেজিস্ট্রেশন করুন ও লগইন করুন।

৩) এরপর হোম পেজে থাকা Search Your Name In Voter List এই লেখার উপরে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে রাজ্য (West Bengal), ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন ও ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৫) এরপর দেখে নিন ভোটারের তথ্য দেখা যাচ্ছে কিনা।  যেমন – ভোটার নাম, অভিভাবক নাম, ভোটার কার্ড নম্বর পার্ট নম্বর, সিরিয়াল নম্বর ইত্যাদি তথ্য।  যদি তথ্য দেখতে পান, তাহলে আপনার নাম ভোটার লিস্টে থাকার চান্স রয়েছে, তবে নিচের দুটি ধাপ তার আগে জেনে নিন।

Voter Service Portal Website Link:- Click Now


Search Your Name In Voter List Click Now:- Click Now

ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা, চেক করুন – দ্বিতীয় ধাপ

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালের ডাইরেক্ট লিংকে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Services অপশনের মধ্যে Download Electoral Roll এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রাজ্য (State), Roll Type থেকে SIR Draft Roll 2026, এরপর জেলা, বিধানসভা ও নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন।  এখন নিচে আপনার বর্তমান ভোট কেন্দ্রের নাম খুঁজে নিন বা সার্চ করুন ও পাশে থাকা বক্সে টিক মার্ক করে Download Selected PDF এ ক্লিক করে খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে নিন।

৪) ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেলে, এখন দেখে নিন আপনার নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে কিনা।  যদি নাম থাকে, এখন তৃতীয় ধাপ ও শেষ ধাপ চেক করুন।

West Bengal Download Electoral Roll 2026 Link Now: Click Now

ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে কিনা, চেক করুন – তৃতীয় ধাপ

১) সর্বপ্রথম আপনাকে খসড়া ভোটার লিস্টের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  নিচে থাকা লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা লগইন এ ক্লিক করে মোবাইল নম্বর উল্লেখ করে লগইন করুন আর নতুন হলে সাইন আপে ক্লিক করে মোবাইল নম্বর ও নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করে লগইন করুন।

৩) এরপর হোম পেজে থাকা Submit Documents Against Notice Issued লেখার উপরে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন।  এরপর ভোটার কার্ডে যুক্ত মোবাইল নম্বরে OTP আসবে, তা উল্লেখ করে সার্চে (Search) ক্লিক করুন।

৫) যদি আপনার নামে (উক্ত ভোটারের) কোনো SIR হেয়ারিং নোটিশ জারি হয়ে থাকে, তাহলে নিচে হেয়ারিং এর তারিখ ও কেন হেয়ারিং নোটিশ জারি হয়েছে তা জানতে পারবেন।  আর যদি No Notice Issue… এরকম লেখা দেখা যায়, তাহলে কোনো নোটিশ জারি হয়নি।

SIR Hearing Notice Name Check West Bengal Link:- Click Now

শেষ কথা, প্রথম ধাপ ফলো করে যদি ভোটারের তথ্য দেখতে পান এবং দ্বিতীয় ধাপ ফলো করে ভোটার লিস্টে যদি নাম থাকে।  আর তৃতীয় ধাপ ফলো করে কোনো হেয়ারিং নোটিশ জারি না হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠে আসবে।  কিন্তু প্রথম ও দ্বিতীয় ধাপ ফলো করে তথ্য দেখতে পান কিন্তু তৃতীয় ধাপে SIR হেয়ারিং নোটিশ জারি হয়েছে, তাহলে নির্দিষ্ট তারিখে BLO এর সাথে যোগাযোগ করে উপযুক্ত নথি সহকারে হেয়ারিং এ উপস্থিত হয়ে নথি জমা করলেই ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে আসবে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।