আপনার কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) রয়েছে কিন্তু গাড়ির মালিক আপনি নন। এই মুহূর্তে যদি আপনি মোটরযান নিয়ে রাস্তায় বের হয়ে থাকেন, তাহলে ট্রাফিক পুলিশ আপনাকে 197(1) MV Act Taking an driving vehicle without consent of owner or lawful authority (197(1)) অনুযায়ী সর্বোচ্চ 5000 টাকা জরিমানা করতে পারে।
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলেও আপনাকে ড্রাইভারের কাছে থেকে আইননুসারে অনুমতি নিতে হবে। অর্থাৎ আপনাকে অথরাইজেশন লেটার আবেদন করতে হবে। এর আগে নিকটবর্তী RTO অফিসে গিয়ে এই সার্টিফিকেট নিতে হতো। কিন্তু এখন পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর অনলাইন পোর্টাল চালু করেছেন।
গাড়ির মালিকের কাছ থেকে এখন সহজেই অনলাইনে অনুমতি নিতে পারবেন। যার ফলে আপনাকে আর নিকটবর্তী আঞ্চলিক পরিবহন অফিসে যেতে হবে না। এর জন্য রাজ্য পরিবহন দপ্তর একটি অনুমোদন নামে পোর্টাল চালু করেছেন।
ইতিমধ্যেই রাজ্য পরিবহন দপ্তর থেকে চালু করা anumodan.wb.gov.in পোর্টাল থেকে প্রায় 1 লক্ষ 81 হাজার 757 জন চালক অথরাইজেশন লেটার আবেদন করেছেন। আপনিও সহজেই নিচের ধাপ গুলো ফলো করে অথরাইজেশন সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড করতে পারবেন। শুধুমাত্র 100 টাকা খরচ করে এক বছরের জন্য আপনি গাড়ির মালিকের কাছ থেকে গাড়ি চালানোর অনুমতি নিতে পারবেন।
Bike Authorization Letter West Bengal Online Apply / Anumodan Authorization Letter Online Apply West Bengal
1) প্রথমে আপনাকে anumodan.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
2) এরপর Generate Driver Authorization Letter এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Register এ ক্লিক করুন ও গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার উল্লেখ করে GET OTP তে ক্লিক করুন।
5) পরবর্তী পেজে আধার কার্ডে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে, তা উল্লেখ করে ভেরিফাই করে নিন।
6) এরপর পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে একই ভাবে রেজিষ্ট্রেশন করে নিন।
7) আধার কার্ড ও মোবাইল নাম্বার রেজিষ্ট্রেশন হয়ে গেলে, এরপর লগইন এ ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
8) পরবর্তী পেজে Generate Driver Authorization Letter এ ক্লিক করুন ও গাড়ির মালিকের আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
9) পরবর্তী পেজে Authorisation type, Jurisdiction, VEHICLE registration number ও Driver Driving License Number(যাকে গাড়ি চালানোর অনুমতি দিচ্ছেন,তার লাইসেন্স নাম্বার) উল্লেখ করুন।
10) এরপর পরবর্তী ধাপে পেমেন্ট করতে হবে 100 টাকা, পেমেন্ট হয়ে গেলে অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
অনুমোদন পোর্টালে রেজিষ্ট্রেশন করতে কিংবা লগইন করতে বা সার্টিফিকেট ডাউনলোড করতে কোনোরকম সমস্যা হলে যোগাযোগ করুন Helpline Number : +91-6292234484 এই নাম্বারে।
Anumodan Authorization Letter Online Apply Link:- Click