WB Madhyamik Result 2025: মেধাতালিকায় প্রথম দশে কারা? কোন জেলার পড়ুয়ারা এগিয়ে? পাশের হার কত?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
6 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ (শুক্রবার) মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ পর্ষদের। এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন ছাত্রছাত্রী সফল হয়েছে। পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এবারও মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন, আর অপরদিকে ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন।

রেগুলার পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। যারা আগের বছর পাশ করতে পারেনি বা পরীক্ষা শেষ করতে পারেনি, তারা আবার এবার পরীক্ষা দিয়েছে এদের সংখ্যা ৫৪ হাজার ১৪৩ জন। এছাড়া, কম্পাটমেন্টাল পরীক্ষার্থী এদের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৬ হাজার ৮২৭ জন। এবছর পাসের হার ৮৬.৫৬%, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৬.৩১%। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে পাসের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, আর তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম ৪টি জেলার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

মাধ্যমিকে টপ ১০ কারা একনজরে দেখে নিন

মাধ্যমিকে রাজ্যে প্রথম রায়গঞ্জের অদৃত,তার প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার মাধ্যমিকে রাজ্যে প্রথম। পেয়েছেন ৬৯৬, শতাংশে ৯৯.৪৩। প্রথম দশে ৬৬ জন, তবে একমাত্র শীর্ষে অদৃতই।

মাধ্যমিকে প্রথম অদৃত সরকার ফটো

 

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কিভাবে চেক করবেনঃ দেখুন এখানে ক্লিক করে

মাধ্যমিকে দ্বিতীয় অনুভব ও সৌম্য, নম্বর ৬৯৪

২০২৫-এর মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। দু’জনেই পেয়েছেন ৬৯৪ নম্বর, শতাংশে ৯৯.১৪।

মাধ্যমিকে তৃতীয় কোতুলপুরের ঈশানী, নম্বর ৬৯৩

বাঁকুড়া কোতুল পুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী এবারের মাধ্যমিকে তৃতীয় হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩, শতাংশে ৯৯.০০। এছাড়াও এ বছর বাঁকুড়া জেলা থেকে ১১ জন জায়গা পেয়েছেন মেধাতালিকায়, যা অন্যতম বড় চমক জেলায়।

মাধ্যমিকে যুগ্মভাবে চতুর্থ মহম্মদ সেলিম ও সুপ্রতিক মান্না

মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছেন বর্ধমানের নিরোল উচ্চ বিদ্যালয়ের মহম্মদ সেলিম এবং পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউটের সুপ্রতিক মান্না। উভয় প্রাপ্ত নম্বর ৬৯২,শতাংশে ৯৮.৮৬%।

মাধ্যমিকে পঞ্চম ৪ জনঃ

মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছেন গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের সিনচ্যান নন্দী, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের চৌধুরী মহম্মদ আসিফ, ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের দীপ্তজিৎ ঘোষ এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সোমতীর্থ করণ। তাদের সবার প্রাপ্ত নম্বর ৬৯১,শতাংশে ৯৮.৭১%

মাধ্যমিকে ষষ্ঠ স্থানে ৫ জন:

মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করেছেন ফালাকাটা হাইস্কুলের অঞ্চল দে, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায়, গোরাসোলে মুরালিধর হাইস্কুলের রুদ্রনীল মান্না, টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অঙ্কন মণ্ডল এবং সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের অভ্রদীপ মণ্ডল। তারা সবার প্রাপ্ত নম্বর ৬৯০, শতাংশে ৯৮.৫৭%।

মাধ্যমিকে সপ্তম স্থানে ৫ জন:

মাধ্যমিক পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছেন ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের দেবার্ঘ্য দাস, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্কন বসাক, বিবেকানন্দ শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের আরিত্রা দে, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের দেবাদ্রিতা চক্রবর্তী এবং অমরগড় উচ্চ বিদ্যালয়ের সোরিন রায়। তাদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৯, শতাংশে ৯৮.৪২%

মাধ্যমিকে অষ্টম স্থানে ১৬ জন! 

মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছেন তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের অনির্বাণ দেবনাথ, রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের সত্যম সাহা, জয়েনপুর উচ্চ বিদ্যালয়ের আসিফ মেহবুব, টার্গেট পয়েন্ট (আর) স্কুলের মহম্মদ ইনজামুল হক, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অরিত্র সাহা, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের শুভ্র সিংহ মহাপাত্র, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের অরিজিৎ মণ্ডল ও স্পন্দন মৌলিক, নব নালন্দা শান্তিনিকেতনের শ্রীজয়ী ঘোষ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের পাপড়ি মণ্ডল, কংসাবতী শিশু বিদ্যালয়ের সৌপ্তিক মুখোপাধ্যায়, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের উদিতা রায়, মনসুকা লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের অরিত্র সাঁতরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পুষ্পক রত্নম এবং রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের অবন্তিকা রায়। তাদের সবার প্রাপ্ত নম্বর৬৮৮, শতাংশে ৯৮.২৮।

মাধ্যমিকে নবম স্থানে ১৪ জনঃ

নবম স্থানে রয়েছেন—তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের দেবাঙ্কন দাস, কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মৃনয় বসাক, বালুরঘাট হাইস্কুলের অনিক সরকার, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের অরিত্রী মণ্ডল, দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের দিশা ঘোষ, কাঁকুরিয়া দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ময়ূখ বসু, বর্ধমান মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের পরমব্রত মণ্ডল, কামারপুকুর আর.কে. মিশন মাল্টিপারপাস স্কুলের অয়ান নাগ, বেলদা গঙ্গাধর একাডেমির অঙ্কুশ জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের দ্যুতিময় মণ্ডল, কন্টাই মডেল ইনস্টিটিউটের ঐশিক জানা, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রজ্জল দাস, প্রফুল্ল নগর বিদ্যামন্দিরের অনিশ দাস এবং জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের তানাজ সুলতানা। তাঁদের প্রত্যেকেই পেয়েছেন ৬৮৭ নম্বর, শতাংশে ৯৮.১৪।

মাধ্যমিকে দশম স্থানে ১৬ জনঃ

কৌস্তভ সরকার, রায়গঞ্জ করোনেশন হাইস্কুল। আমিনা বানু, মোজামপুর গার্লস হাইস্কুল। উবয় সদফ,সুজাপুর হাইস্কুল। প্রিয়ম পাল, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। তুহিন হালদার,বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল। দেবায়ন ঘোষ,কোটাসুর হাইস্কুল। শেখ আরিফ মণ্ডল, গিরিজোড় সান্থাল হাইস্কুল। সম্যক দাস, নব নালন্দা শান্তিনিকেতন। স্বাগত সরকার, কাশেমনগর বিএনটিপি গার্লস হাইস্কুল। অয়ন্তিকা সামন্ত, চিলাডাঙি রবীন্দ্র বিদ্যাবিথী। সমন্বয় দাস, তমলুক হ্যামিলটন হাইস্কুল। বিশরুতা সামন্ত, ধ্যানশ্রী কে সি হাইস্কুল। সায়ন বেজ, পরমানন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন। সোহম সাঁতরা, মহিষাদল রাজ হাইস্কুল। শৌভিক দিন্দা, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। রাহুল রিকতিয়াজ, মজিলপুর জে এম ট্রেনিং স্কুল। তাদের সকলের প্রাপ্ত নাম্বার ৬৮৬, শতাংশে ৯৮%।

 

 

 

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৫ কিভাবে চেক করবেনঃ দেখুন এখানে ক্লিক করে

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।