ওটিটি প্লাটফর্ম সহ‌ পাকিস্তানি বিনোদন কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার!

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ওটিটি প্লাটফর্ম সহ‌ পাকিস্তানি বিনোদন কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ‘অপারেশন সিঁদুর’ এর পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই আবহে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক কড়া সিদ্ধান্ত নিয়েছে দেশের সব ওটিটি এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি গান, সিনেমা, ওয়েব সিরিজ ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট সরিয়ে ফেলতে হবে।

এই নির্দেশ জারি হওয়ায় প্রভাব পড়বে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যাটফর্ম এবং ইউটিউবের মতো বিনামূল্যের প্ল্যাটফর্মেও। কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে। এমনকি পাকিস্তানি গানকেও নিষিদ্ধ করা হয়েছে এই বিবৃতিতে।

ইতিমধ্যে ,পাকিস্তানি গনমাধ্যম সহ ১৬ টি ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে ইর্শাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফরূক অন্যতম।
এই চ্যানেলগুলোর মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে৷
সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ করা ১৬টি চ্যানেল থেকে উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচার করে আসছিলো ।