IMF সাহায্য না সামরিক মদত? ভারত-পাক উত্তেজনা কমাবে না:জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

Ealiash Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

ভারত ও পাকিস্তানের মধ্যে যখন সীমান্তে উত্তেজনা চলছে, ঠিক তখনই পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ায় আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরওপর ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শনিবার তিনি বলেন, এই টাকা শান্তি আনবে না, বরং দুই দেশের মধ্যে পরিস্থিতি আরও খারাপ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত শুক্রবার পাকিস্তানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। ভারত পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান এই অর্থ সীমান্তে সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে, যা শান্তির জন্য হুমকি। তবে ভারতের এই আপত্তি আইএমএফ বৈঠকে খুব একটা গুরুত্ব পায়নি।

আইএমএফ বৈঠকে ভোটদানে বিরত থেকে ভারতের অর্থ মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের ঋণ শোধ ও কর্মসূচি বাস্তবায়নের রেকর্ড অত্যন্ত দুর্বল। ১৯৮৯ সাল থেকে গত ৩৫ বছরে ২৮ বছরই তারা আইএমএফ থেকে ঋণ নিয়েছে।

আজ শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যখন আইএমএফ পাকিস্তানকে অস্ত্র ও গোলাবারুদের খরচ মেটাতে সাহায্য করছে, তখন আন্তর্জাতিক মহল কীভাবে আশা করে যে এই অঞ্চলে উত্তেজনা কমবে? এই ঋণের টাকায় তারা পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধারসহ আরও অনেক এলাকায় ধ্বংস চালাচ্ছে।