India-Pakistan Fake News Alert: ভারত পাকিস্তানের ভুয়ো খবরের জালে পড়ার আগে জেনে নিন কী করবেন, কী এড়াবেন?

Ealiash Rahaman

India-Pakistan Fake News Alert: ভারত ও পাকিস্তানের হামলা ও সংঘাতের ঘটনার প্রতিক্রিয়া দেশের সামাজিক মাধ্যমেও লক্ষ্য করা গেছে। সামাজিকমাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর ও ভুয়া দাবিযুক্ত ছবি-ভিডিও। এগুলোর মধ্যে আছে ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধবিমান ভূপাতিত করার বিভিন্ন ছবি ও ভিডিও। এসব তথ্য অনেক সময় পুরোনো বা ভিন্ন প্রেক্ষাপটের হলেও সেগুলোকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে প্রচার করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ভুয়া দাবি এবং বিভ্রান্তিকর ছবি-ভিডিও যাচাই করেছে পিআইবি‌ ( PIB) ফ্যাক্ট সহ প্রাইভেট ফ্যাক্ট চেক সংস্থা Alt নিউজ‌।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা রকম খবর। কেউ বলছে যুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ বলছে সীমান্তে গুলি চলছে। এত সব খবরে মানুষ বুঝতে পারছে না আসল সত্যি কী। ঠিক এই সময়েই ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) সর্তকতার বার্তা দিলো।

~কী করবেন~

  • অনলাইনে বা ভিন্ন সোশ্যাল নেটওয়ার্কসে যখনই কিছু দেখবেন, তখন আসল তথ্য যাচাই করবেন অর্থাৎ ফ্যাক্ট চেক করবেন।
  • যে খবরগুলি ভুয়ো, সেখানে রিপোর্ট করবেন।
  • সরকারের তরফে অফিসিয়ালি যে তথ্য প্রকাশ করা হবে, একমাত্র সেগুলিকেই বিশ্বাস করবেন।

 ~আর কি করবেন না~

  • সেনা বাহিনী কোথায় কখন কী করবেন, সে বিষয়ে কাউকে কিছু জানাবেন না বা তথ্য শেয়ার করবেন না।
  • আনভেরিফায়েড কোনও তথ্য বিশ্বাস করবেন না।
  • সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা বিভাজন তৈরি করে, এমন পোস্ট শেয়ার করা ও এড়িয়ে চলুন।

Related News