অষ্টম শ্রেণি পাশে, পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার (West Bengal Civic Volunteer Job Vacancy 2025) পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন রয়েছে, বিস্তারিত থাকবে আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ২০২৫
বিষয়সূচি:
- কোন পদে নিয়োগ ও মোট শূন্যপদ
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- যোগ্যতা ও মানদণ্ড
- নিয়োগ পদ্ধতি
- ইন্টারভিউ সিলেবাস
- প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদন পদ্ধতি
- বেতন
- আবেদনের শেষ তারিখ
- কোথায় নিয়োগ করা হবে
- নোটিশ ডাউনলোড লিংক
কোন পদে চাকরি ও কতগুলো শূন্যপদে নিয়োগ?
রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। সর্বমোট ১০০ টি শূন্যপদে সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।
সিভিক ভলেন্টিয়ার পদে শিক্ষাগত যোগ্যতা
পশ্চিমবঙ্গ সরকার পুলিশের সহায়ক হিসাবে কাজ করার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু করেছেন। আর সিভিক ভলেন্টিয়ার(Civic Volunteer Education Qualification) পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ। অষ্টম শ্রেণি পাশে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে পারবেন।
বয়সের মানদণ্ড
আপনি যদি সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশের পাশাপাশি বয়স থাকতে হবে কমপক্ষে ২০ বছর। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখের নিরিখে।
যোগ্যতা ও অন্যান্য মানদণ্ড
- কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ করা থাকতে হবে।
- বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে, সর্বোচ্চ বয়সের কোনো মানদণ্ড নেই।
- বিশেষ দক্ষতা (NCC,NSS, খেলাধুলা, কম্পিউটার, ড্রাইভিং)
- আবেদনকারীর নামে কোনও থানায় কোনো রকম অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।
নিয়োগ পদ্ধতি
সিভিক ভলেন্টিয়ার পদে প্রার্থী বাছাই (Selection Process) করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। এই সাক্ষাৎকার পরিচালনা করবেন একটি কমিটি। আর সেই কমিটির সদস্যরা হবেন – পুলিশ সুপার (SP), অতিরিক্ত পুলিশ সুপার (Addl SP), ডেপুটি পুলিশ সুপার (DySP) ইত্যাদি।
সিভিক ভলেন্টিয়ার পদের সিলেবাস (৫০ নম্বরের ইন্টারভিউ)
- বিশেষ দক্ষতা (Special Skills): ১০ নম্বর
- সাম্প্রতিক ঘটনা (Current Affairs): ১০ নম্বর
- সমাজসেবার মানসিকতা (Community Service): ১৫ নম্বর
- মানসিক সতর্কতা (Mental Alertness): ১৫ নম্বর
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- বাসস্থানের প্রমাণ: আধার / ভোটার / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট
- বয়সের প্রমাণ: জন্ম সার্টিফিকেট / অষ্টম শ্রেণি পাশ সার্টিফিকেট/ মাধ্যমিক এডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ / মাধ্যমিক সার্টিফিকেট বা সমতূল্য পরীক্ষার সার্টিফিকেট
- বিশেষ দক্ষতার প্রমাণপত্র: NCC / NSS / কম্পিউটার / ড্রাইভিং ইত্যাদি
আবেদন পদ্ধতি
সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আগ্রহী প্রার্থীদের দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদন ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে হবে। এরপর সঠিক ভাবে ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস সহকারে সেখানেই জমা করতে হবে। তবে, এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে পূর্ব মেদিনীপুরের দীঘা বা দীঘা মোহনা উপকূলীয় খানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন / সম্মানী
সিভিক ভলেন্টিয়ার পদে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে বিজ্ঞপ্তি বলা হয়েছে, প্রতিটি স্বেচ্ছাসেবককে একটি নির্দিষ্ট সম্মানী দেওয়া হবে। এই সম্মানীর পরিমাণ সরকার নির্ধারণ করবে। কাজ করার পরে থানার অফিসার ইনচার্জ (OC) কাজের বিবরণ দিয়ে অনুমোদন দিলে টাকা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ
সিভিক ভলেন্টিয়ার পদে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে ১৯/০৫/২০২৫ তারিখ পর্যন্ত বিকেল ৫ টা। এরপর আবেদন ফর্ম জমা করলে, সেই আবেদন গ্রহণ করা হবে না।
কোথায় নিয়োগ করা হবে?
দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স ও আশেপাশে ভিড় নিয়ন্ত্রণের জন্য এই নিয়োগ হবে।
চাকরি নোটিশ ডাউনলোড লিংক
West Bengal Civic Volunteer Recruitment Notification 2025 PDF ডাউনলোড করুন