CISF Head Constable 2025: সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২৫: অনলাইন আবেদন, যোগ্যতা,বেতন ও শেষ তারিখ দেখুন!

Khalek Rahaman

CISF Head Constable Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাশে চাকরি ২০২৫। হেড কনস্টেবল পদে উচ্চ মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ভারত তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। প্রচুর শূন্যপদে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন এই পদে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

CISF (CENTRAL INDUSTRIAL SECURITY FORC) এর তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে চাকরি খুঁজে থাকলে, আজকের পোস্টটি সম্পূর্ণ ভালো ভাবে পড়ুন ও দেখুন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন, আবেদন কতদিন পর্যন্ত চলবে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

 

সিআইএসএফ হেড কনস্টেবল নিয়োগ ২০২৫: ৪০৩ শূন্যপদে আবেদন

পদের নাম

সিআইএসএফ-এর তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে হেড কনস্টেবল (Head Constable) পদে।

CISF Constable Recruitment 2025

 

শূন্যপদ

সিআইএসএফ হেড কনস্টেবল পদে মোট ৪০৩ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী ও যোগ্য ছেলে-মেয়ে উভয়ই এই পদে অনলাইন আবেদন জানাতে পারবে।

মাসিক বেতন

সিআইএসএফ হেড কনস্টেবল পদে বেতন, প্রতি মাসে পে লেভেল ৪ অনুযায়ী – ২৫ হাজার ৫০০ থেকে ৮১ হাজার ১০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

CISF Head Constable Job Vacancy 2025

 

বয়স

হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর বয়সের মধ্যে। এছাড়াও SC/ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করতে হবে ০১/০৮/২০২৫ তারিখ অনুযায়ী।

আবেদন ফি

সিআইএসএফ হেড কনস্টেবল পদে আবেদন ফি দিতে হবে না – মহিলা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি পরিবারের আবেদনকারীদের। কিন্তু জেনারেল, OBC, EWS প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।

ডকুমেন্টস

সিআইএসএফ হেড কনস্টেবল পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে তা হলো –

  1. পাসপোর্ট সাইজের কালার ফটো – 20-50KB।
  2. সিগনেচার – 10-20KB।
  3. উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার সার্টিফিকেট (PDF) – 1 MB।
  4. মাধ্যমিক পাশ সার্টিফিকেট (PDF) – 1 MB। 

সিআইএসএফ হেড কনস্টেবল প্রার্থী বাছাই পদ্ধতি

CISF Head Constable পদে প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপে। যেখানে প্রথমে ট্রায়াল টেস্ট, প্রফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডকুমেন্টেশন। প্রার্থী প্রথম ধাপ পূরণ করলে দ্বিতীয় ধাপে মেডিক্যাল এক্সামিনেশনের জন্য নির্বাচিত হবেন।

আবেদন পদ্ধতি

CISF Head Constable পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://cisfrectt.cisf.gov.in এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

CISF Head Constable পদে আবেদন শুরু হয়েছে। সিআইএসএফ হেড কনস্টেবল পদে আবেদনের শেষ তারিখ (CISF Head Constable Last Date 2025) হলো ০৬/০৬/২০২৫ তারিখ পর্যন্ত।

~হাইলাইটস~

  1. উচ্চ মাধ্যমিক পাশ ও আবেদনকারীদের রাজ্য/জাতীয়/আন্তর্জাতিক স্তরে গেম/স্পোর্টস/অ্যাথলেটিক্স – এইসব ক্ষেত্রে অংশগ্রহণ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  2. CISF Head Constable পদে সর্বোচ্চ ৮১,১০০ টাকা বেতন।
  3. ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবে।
  4. সিআইএসএফ পদে ০৬/০৬/২০২৫ তারিখ পর্যন্ত আবেদন চলবে।

বিঃদ্রঃআবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ দেখে নিন। এরপর আবেদন করুন, আমরা নোটিশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি,আরও বিস্তারিত নোটিশ থেকে জেনে নিয়ে আবেদন করুন। শুভেচ্ছা ❤️।