Birth Certificate Correction: জন্ম সার্টিফিকেট সংশোধন অনলাইন, কি কি ডকুমেন্টস লাগবে ও ডাউনলোড পদ্ধতি দেখুন!

Khalek Rahaman

জন্ম সার্টিফিকেট সংশোধন করুন অনলাইনে। জন্ম সার্টিফিকেটে যদি নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ কিংবা ঠিকানা ইত্যাদি কোনো কিছু ভুল থাকে! তাহলে এখন সহজেই অনলাইনে ঠিক করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা অফিসিয়াল পোর্টালে গিয়ে জন্ম সার্টিফিকেট সংশোধন করা যাবে। এছাড়াও অনলাইন থেকেই সংশোধিত নতুন জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। যা শিশুর জন্মের স্থান থেকে শুরু করে বাবা, মায়ের পরিচয় ও জন্মের তারিখ বোঝায়। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে, ভোটার কার্ড বা আধার কার্ড কিংবা পাসপোর্ট ইত্যাদি নথি তৈরি করতে জন্ম সার্টিফিকেট এর গুরুত্ব অপরিসীম। কিন্তু সেই জন্ম সার্টিফিকেটে যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে ভবিষ্যতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে সহজেই দ্রুত ও নির্ভুলভাবে জন্ম সার্টিফিকেট সংশোধন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে ইত্যাদি বিস্তারিত তথ্য।

বিষয়সূচি

সূচিপত্র

জন্ম সার্টিফিকেটের কি কি ভুল সংশোধন করা যাবে?

  • ১) জন্ম সার্টিফিকেটে নামের বানান ভুল,
  • ২) জন্ম সার্টিফিকেটে বাবার নামের বানান ভুল,
  • ৩) জন্ম সার্টিফিকেটে মায়ের নামের বানান ভুল,
  • ৪) জন্ম সার্টিফিকেটে লিঙ্গ ভুল,
  • ৫) জন্ম সার্টিফিকেটে ঠিকানা ভুল।

জন্ম সার্টিফিকেট সংশোধন আবেদন পদ্ধতি?

জন্ম সার্টিফিকেটে নামের বানান হোক বা বাবা, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি ভুল থাকলে – অফলাইন ও অনলাইন দুইভাবে ঠিক করা যাবে। অনলাইনে জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। আর অফলাইনে জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা পৌরসভায় বা সংশ্লিষ্ট Birth Registration Office এ গিয়ে ঠিক করতে হবে।

জন্ম সার্টিফিকেট সংশোধন অনলাইনে কিভাবে করবেন দেখুন (Birth Certificate Correction Online Step By Step)

জন্ম সার্টিফিকেট অনলাইন সংশোধন করার জন্য নিচের ধাপগুলো ফলো করুন:-

  1. প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের “জন্ম মৃত্যু তথ্য” এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
  2. এরপর Menu > Citizen Service > Birth > Birth Certificate Correction এ ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে যার জন্ম সার্টিফিকেট সংশোধন করবেন, তার জন্ম সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে সাবমিট করুন।
  4. জন্ম সার্টিফিকেট সংশোধনের ফর্ম চলে আসবে, এখন যা যা ভুল রয়েছে তা ঠিক করে লিখুন ও ডকুমেন্টস আপলোড করে সাবমিট করুন।
  5. আবেদন হয়ে গেলে Acknowledgement Number পাবেন, তা দিয়ে পরবর্তীতে Status Check ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন অফলাইন পদ্ধতি (Birth Certificate Correction Offline)

জন্ম সার্টিফিকেটের মধ্যে থাকা ভুল সংশোধন করার জন্য নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস, পৌরসভা কিংবা Birth Registration Office এ যেতে হবে। এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টস সহকারে জমা করলে জন্ম সার্টিফিকেট সংশোধন হয়ে যাবে।

জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে (Birth Certificate Correction Documents List)

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য যে সমস্ত নথি লাগবে তা হলো-

  1. নামের বানান ঠিক করার জন্য – সংশোধনের কারন উল্লেখ করে অ্যাফিডেভিট।
  2. বাবা মায়ের নাম সংশোধন করার জন্য – বাবা মায়ের ডকুমেন্টস কিংবা রেজিস্টার বা সাব রেজিস্ট্রারের Identity Certified কপি।
  3. ঠিকানা পরিবর্তন করলে – ঠিকানার সঠিক প্রমান পত্র।

গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা:

জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন অনলাইন হোক বা অফলাইন, ভুল তথ্য দিয়ে আবেদন করবেন না। আবেদন করার পূর্বে সমস্ত ডকুমেন্টস PDF ফরম্যাটে রাখুন 250 KB এর মধ্যে। আবেদন করার পর অ্যাপ্লিকেশন নাম্বার ও রসিদ কপি সংরক্ষণ করে রাখুন। আবেদন করতে কোনোরকমের সমস্যা হলে, অবশ্যই আবেদন করার পূর্বপ নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা পৌরসভা অথবা Birth Registration Office এ যোগাযোগ করুন। সঠিকভাবে আবেদন করুন ও দ্রুত ও নির্ভুল জন্ম সার্টিফিকেট ডাউনলোড করুন কিংবা অফিস থেকে সংগ্রহ করুন।

জন্ম সার্টিফিকেট সংশোধনের সময়সীমা কতদিন?

জন্ম সার্টিফিকেট অনলাইন কিংবা অফলাইন, দুইভাবে আবেদন করা যাবে। জন্ম মৃত্যু তথ্য পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। জন্ম সার্টিফিকেট ভুল সংশোধনের সময়সীমা সাধারণত ১৫ থেকে ৩০ কার্যদিবস। তবে বিশেষ ক্ষেত্রে সময় বেশিও লাগতে পারে।

জন্ম সার্টিফিকেট সংশোধন Status চেক কিভাবে করবো?

জন্ম সার্টিফিকেট সংশোধন করার পর অনলাইনে সহজেই তার স্থিতি যাচাই করা যাবে। নিচের ধাপ গুলো ফলো করুন –

  1. প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  2. এরপর Citizen Service > Birth > Track Application এ ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে, আবেদন করার পর পাওয়া Acknowledgement Number ও শিশুর জন্ম তারিখ উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
  4. এরপর দেখে নিন জন্ম সার্টিফিকেট সংশোধনের Status কোন পর্যায়ে রয়েছে, Approved নাকি Pending নাকি ভুল তথ্য দিয়ে বা সঠিকভাবে আবেদন না করার জন্য Reject।

জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি?

প্রথমে দেখে নিন জন্ম সার্টিফিকেট সংশোধন হয়েছে কিনা। জন্ম সার্টিফিকেট ভুল সংশোধন হয়ে গেলে, এরপর তা ডাউনলোড করে নিন –

  1. প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  2. এরপর Citizen Service > Birth > Download Certificate এ ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে Acknowledgement/Certificate No উল্লেখ করে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

FAQ

  1. জন্ম সার্টিফিকেট সংশোধনের জন্য কতদিন সময় লাগে?
    উঃ জন্ম সার্টিফিকেট সংশোধন করতে সাধারণত ১৫-৩০ দিন সময় লাগতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে বেশি সময়ও লাগতে পারে।
  2. Janma Mrityu পোর্টাল ছাড়া অন্য কোথাও আবেদন করা যাবে কি?
    উঃ হ্যাঁ, সংশ্লিষ্ট পৌরসভা কিংবা গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও জন্ম সার্টিফিকেট সংশোধন করার জন্য আবেদন করা যাবে।
  3. সংশোধিত জন্ম সার্টিফিকেট মোবাইলে ডাউনলোড করা যাবে?
    উঃ হ্যাঁ, আপনি চাইলে সংশোধিত জন্ম সার্টিফিকেট অনলাইনে মোবাইলে PDF ফাইল ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন।
  4. জন্ম সার্টিফিকেট সংশোধন করতে কি কি ডকুমেন্টস লাগে?
    উঃ আদালতের অ্যাভিডেভিট, বাবা মায়ের ডকুমেন্টস ইত্যাদি।

জন্ম সার্টিফিকেট অফিসিয়াল পোর্টাল লিংক

West Bengal Birth Certificate Official Website Link https://janma-mrityutathya.wb.gov.in/#

জন্ম সার্টিফিকেট সংশোধন ডাইরেক্ট লিংক

West Bengal Birth Certificate Online Correction Link https://janma-mrityutathya.wb.gov.in/#

জন্ম সার্টিফিকেট সংশোধন চেক লিংক

West Bengal Birth Certificate Status Check Link https://janma-mrityutathya.wb.gov.in/#

জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড লিংক

West Bengal Birth Certificate Online Download Link https://janma-mrityutathya.wb.gov.in/#